মমতার শপথ নিয়ে তৈরি জটিলতা, রাজ্যপালের সিদ্ধান্তের অপেক্ষায় বিধানসভা

মমতার শপথ নিয়ে তৈরি জটিলতা, রাজ্যপালের সিদ্ধান্তের অপেক্ষায় বিধানসভা

8cc6356a1f65578452100c765692ef21

কলকাতা: চলতি সপ্তাহেই বিধায়ক হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যপাধ্যায়। কিন্তু রাজভবন-রাজ্য সরকার সংঘাতে কোথায়, কার কাছে হবে শপথগ্রহণ? সেই প্রশ্ন উঁকি দিয়েছে৷

আরও পড়ুন- বিপুল ভোটে জয়, ভবানীপুরে পুজো দিলেন মমতা

প্রচলিত রীতি অনুযায়ী বিধায়করা বিধানসভাতেই শপথ নেন৷ বিধানসভায় তাঁকে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ৷ সেই রীতি মেনে সম্প্রতি ১২জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ সংবিধানের ১৮৮ নম্বর ধারায় এটাও বলা রয়েছে, রাজ্যপালের অনুমতি নিয়ে রাজ্যপাল কিংবা মনোনীত কেউ বিধায়কদের শপথ নেওয়াতে পারেন৷ সেই নিয়ম মেনেই নতুন সরকার গঠিত হওয়ার সময় রাজ্যপাল সুব্রত মুখোপাধ্যায়কে অনুমতি দিয়েছিলেন৷ প্রোটেম স্পিকার হিসাবে তিনি সমস্ত বিধায়কদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন৷ কিন্তু সেই সময় ১২জন বিধায়ক শপথ নিতে পারেননি৷  পরবর্তী কালে অনুমতি নিয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ৷ রাজ্যপালের কাছে সেই অনুমোদন নেওয়াই থাকে৷ কিন্তু এখানে একটা গোল বেঁধেছে৷

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে রাজভবন থেকে রাজ্যপালের অনুমতি সংক্রান্ত অর্ডার প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷ ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় শপথ নিতে হলে অধ্যক্ষকে রাজ্যপালের কাছ থেকে নতুন করে অনুমতি নিতে হবে৷ রাজ্যপাল সেই অনুমতি দেবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন৷ কয়েকদিন আগে পরিষদীয় দফতরের পক্ষ থেকে রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছিল৷ তবে এখনও অনুমতি মেলেনি৷ রাজ্যপাল এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে যে কথোপকথন হয়েছে তাতে বলা হয়েছে, ৫ তারিখ পর্যন্ত নির্বাচনের বিধি লাগু রয়েছে৷ তার পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন৷ এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় শপথ নেবেন এবং কে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *