কলকাতা: একুশের নির্বাচনে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়িয়ে মুখরিত হয়েছিল ‘খেলা হবে’ স্লোগান৷ এই স্লোগানের জন্য নির্বাচন কমিশনের শো-কজের মুখেও পড়তে হয়েছিল অনুব্র মণ্ডলকে৷ এমনকী প্রধানমন্ত্রী-অমিত শাহের মুখেও শোনা গিয়েছিল ‘খোলা হবে’ স্লোগান৷ তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় আসার পর এবার রাজ্য জুড়ে পালিত হবে ‘খেলা হবে’ দিবস৷ রাজ্য সরকারের তরফে এই দিবস পালন করা হবে৷ শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে৷ সরকারের তরফে এই ঘোষণা হতেই চর্চা শুরু হয়েছে বাংলা জুড়ে৷
আরও পড়ুন- ‘ল্যাজকাটা হনু!’ বিধানসভায় বিজেপিকে বেনজির কটাক্ষ মুখ্যমন্ত্রীর
রাজনীতির কারবারিদের মতে, একুশের নির্বাচনে রক্ত স্রোতের মতো প্রবাহিত হয়েছিল খেলা হবে স্লোগান৷ উত্তর থেকে দক্ষিণ মেতে উঠেছিল এই স্লোগানে৷ রাজনীতির আঙিনা টপকে বিয়েবাড়ি, ডিজে সর্বত্র শোনা গিয়েছিল খেলা হবে গান৷ তৃণমূলের এই স্লোগান শোনা যাচ্ছে ভিন রাজ্যেও৷ তাই এবার ‘খেলা হবে’ দিবস পালনে উদ্যোগী রাজ্য সরকার৷ এ নিয়ে প্রশ্ন উঠলেও তৃণমূলের দাবি, বাংলার উন্নয়নকে ত্বরাণ্বিত করতেই এই স্লোগানকে হাতিয়ার করা হচ্ছে৷
আরও পড়ুন- কয়লাকাণ্ড: বিনয় মিশ্রকে বাংলায় এনে রাঘব বোয়ালদের সন্ধানে মরিয়া CBI
মূলত ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে ‘খেলা হবে’ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বলেন, ‘খেলা হবে’ নামে প্রকল্প আনার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার ‘খেলা হবে’ দিবসে রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাবকে ৫০ হাজার ফুটবল দেওয়া হবে। শীঘ্রই দিনক্ষণ ঠিক করা হবে৷ ফুটবলের প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এই দিবস পালন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ এর জন্য জেলার যুব আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, নির্বানের আগে ভোট প্রচারে গিয়ে বারবার খেলা হবে স্লোগান তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী৷ এমনকী বিভিন্ন সভায় তাঁর হাতে দেখা গিয়েছিল ফুটবল৷