কয়লাকাণ্ড: বিনয় মিশ্রকে বাংলায় এনে রাঘব বোয়ালদের সন্ধানে মরিয়া CBI

কয়লাকাণ্ড: বিনয় মিশ্রকে বাংলায় এনে রাঘব বোয়ালদের সন্ধানে মরিয়া CBI

কলকাতা: কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ এই চক্রান্তের পিছনে কারা কারা যুক্ত রয়েছে তা জানতেই বিনয় মিশ্রকে হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তাদের মতে, কয়লা-কাণ্ডে জড়িয়ে রয়ছে একাধিক রাঘব বোয়াল৷  

আরও পড়ুন- আরও তদন্তের প্রয়োজন! ত্রিপল চুরি মামলায় স্বস্তি মিলল না শুভেন্দু-সৌমেন্দুর

বিনয় মিশ্র মামলায় এদিন সিবিআই পক্ষেপ আইনজীবী কলকাতা হাইকোর্টে জানান,  এর পিছনে একটি ষড়যন্ত্র কাজ করেছে। কয়লা-কাণ্ডে প্রচুর নেতা ও মন্ত্রীদের নাম জড়িয়ে রয়েছে৷ বিনয় মিশ্রর আরও একটি ডায়েরি সিবিআই-এর হাতে এসেছে৷ যেখানে নেতাদের নাম রয়েছে বলে দাবি সিবিআই-এর। এছাড়াও বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বহু বেহিসেবী টাকা জমা পড়েছে এবং তা বিভিন্ন নামে৷ তার স্লিপও পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷

অন্যদিকে, কলকাতা হাইকোর্টে বিনয় মিশ্রের আইনজীবী জানিয়েছেন, তাঁকে গ্রেফতার করা হবে না, এই প্রতিশ্রুতি পেলে তিনি জেরার মুখোমুখি হতে রাজি৷ অন্যদিকে, গত ১ জুলাই তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর আদালতের সিঙ্গল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে জানান, তদন্তকারী সংস্থা ৬ জুলাই পর্যন্ত সময়ের প্রয়োজন। আজ সেই সময় শেষ হয়ে গেল৷ 

আরও পড়ুন-জ্বালানির মূল্যবৃদ্ধির জেরেই বাজারে আগুন, কলকাতার বাজার ঘুরে মনে করছে EB 

জানা গিয়েছে দুবাইয়ে ভারতীয় দূতাবাসে ভারতের পাসপোর্ট জমা দিয়ে ভানুয়াতু-র নাগরিকত্ব নিয়েছেন বিনয় মিশ্র৷ ভারতীয় নাগরিকত্ব আইন অনুসারে দ্বৈত নাগরিকত্ব বৈধ নয়। ফলে অন্য কোনও দেশের নাগরিকত্ব নিতে গেলে ভারতীয় নাগরিকত্ব ছাড়তে হয়৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *