পঞ্চায়েত ভোটের আগে কী চমক থাকছে? নজরে রাজ্য বাজেট

পঞ্চায়েত ভোটের আগে কী চমক থাকছে? নজরে রাজ্য বাজেট

035efc346e842f83261246fc4ca82c9a

কলকাতা: ইতিমধ্যেই সাধারণ বাজেট পেশ করেছে কেন্দ্র৷ আজ, বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পঞ্চায়েত ভোটের আগে কী কী চমক থাকবে রাজ্য বাজেটে? কোন খাতে বরাদ্দ বাড়বে? আম জনতার সুরাহা কোন পথে? বাড়ি-গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে কি বাড়তি সুবিধা? 

আরও পড়ুন- ‘আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি’, নিয়োগ সংক্রান্ত বৈঠকে গেলেন না শুভেন্দু

রাজ্যের ঘাড়ে এখন ভারী ঋণের বোঝা। বাম জমানার যে ঋণ মাথায় নিয়ে সরকার পরিচালনা শুরু করেছিল তৃণমূল সরকার, তা বেড়ে প্রায় দ্বিগুণ। তবে একাধিক বরাদ্দ না মেলার জন্য বারবার কেন্দ্রের দিকে আঙুল তুলেছে রাজ্য। তবে বিরোধীদের দাবি, রাজ্য সরকারের দান-খয়রাতির জেরেই রাজ্যে ঋণের ভার বাড়ছে৷ এরই মাঝে বকেয়া ডিএ-র (DA) দাবিতে শুরু হয়েছে আন্দোলন৷ এই অবস্থায় রাজ্য বাজেটে জনগণের জন্য কোনও আর্থিক সুরাহা থাকে কি না, সেটাই দেখার৷ 

কিছুদিন আগেই জমি-বাড়ি কেনার জন্য জন সাধারণকে উৎসাহ দিতে স্ট্যাম্প ডিটিতে ছাড় দিয়েছিল রাজ্য সরকার। সেই মেয়াদ যদি বাড়ানো হয়, তাহলে নতুন ফ্ল্যাট কেনা বা বাড়ি তৈরির বিষয়ে আরও কিছুটা আশ্বস্ত হতে পারবে জনসাধারণ।