‘আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি’, নিয়োগ সংক্রান্ত বৈঠকে গেলেন না শুভেন্দু

‘আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি’, নিয়োগ সংক্রান্ত বৈঠকে গেলেন না শুভেন্দু

কলকাতা: আরও একবার মুখোমুখি বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হত তাঁদের মধ্যে। কিন্তু তিনি যে এই বৈঠকে যাচ্ছেন না তা নিজেই স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজই এই বৈঠক হওয়ার কথা। তার আগেই টুইট করে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। কেন যাবেন না, সেটাও ব্যাখ্যা করেছেন।

আরও পড়ুন- আত্মঘাতী চাকরিপ্রার্থী, CBI তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি মান্থা, আরও কড়া আদালত

প্রোটোকল অনুযায়ী, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীকে বৈঠক করতে হয়। সেই প্রোটোকল মেনেই এই বৈঠক নির্ধারিত হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী টুইট করে দাবি করেছেন, কে ওই পদে বসবেন তা নাকি আগে থেকেই ঠিক করা আছে। তাই এই বৈঠকেই আদতে কোনও দরকার নেই। শুভেন্দু টুইট করে লেখেন, ”রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য কমিটির বৈঠকে যোগদানের আমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করেছি। কারণ, সংশ্লিষ্ট আবেদনগুলি সংশ্লিষ্ট নির্দেশিকা লঙ্ঘন করা হয়েছে। পূর্বনির্ধারিত প্রার্থীকে অনুমোদন দিয়েও দেওয়া হয়েছে।” গোটা বিষয় নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিবকে চিঠিও পাঠিয়েছেন তিনি। 

উল্লেখ্য, চলতি বছর উক্ত পদের জন্য মোট ১৫ জন আবেদন করেন। বয়সজনিত কারণে চার জনকে বাদ দেওয়া হয়। বাকি ১১ জনের মধ্যে এক জনকে বেছে নেওয়া হত। এই ১১ জনের তালিকায় রয়েছেন প্রাক্তন আমলা এবং পুলিশ কর্তারা। নিয়োগের পর খাদ্যভবনে মুখ্য তথ্য কমিশনারের দফতরে গিয়ে বসবেন নতুন কমিশনার। তবে অবশেষে বৈঠকেই গেলেন না রাজ্যের বিরোধী দলনেতা। সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে মুখ্য তথ্য কমিশনার হিসেবে নাম ঠিক করা হয়েছে। শুভেন্দু অধিকারীকে ছাড়াই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর বৈঠকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 11 =