নতুন মন্ত্রীদের দফতর বন্টন হয়ে গেল, বাংলার চারজন কোন দায়িত্বে?

নতুন মন্ত্রীদের দফতর বন্টন হয়ে গেল, বাংলার চারজন কোন দায়িত্বে?

নয়াদিল্লি: ব্যাপক জল্পনার অবসান ঘটিয়ে গতকাল নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় সম্প্রসারণ হয়েছে। নতুন এই মন্ত্রিসভায় অনেক পরিচিত এবং অল্পবয়সী মুখ দেখা গিয়েছে একই সঙ্গে অনেকে মন্ত্রিত্ব হারিয়েছেন। বাংলার দুজন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী পদ হারালেও চারজন বাংলার সাংসদ জায়গা করে নিয়েছেন মোদীর নতুন মন্ত্রিসভায়। সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক এবং জন বার্লা গতকাল শপথ নিয়ে আজ নতুন দায়িত্ব পেয়েছেন। এক ঝলক দেখে নেওয়া যাক কারা কোন দফতর পেলেন।

গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে রদবদল হয়েছে তাতে শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। প্রথমবার বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন তিনি। সংঘ ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি জনসেবার জন্যও জঙ্গলমহলে বেশ নামডাক আছে ডাক্তারবাবুর। সেই জনসংযোগকে কাজে লাগিয়ে উনিশের ফলাফলের পুনরাবৃত্তি করতে চাইছে পদ্ম শিবির। এর পরে রয়েছেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, তিনি সম্প্রতি বঙ্গভঙ্গের আওয়াজ তুলেছিলেন। তিনি পেয়েছেন সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। জেলার সবকটি আসনে জয়ের পাশাপাশি জন বার্লার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালচিনি, কুমারগ্রাম, ফালাকাটা, মাদারিহাট, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ ও নাগড়াকাটায় জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে, ২০১৯ সালে কোচবিহার কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে জয়ী নিশীথ প্রামাণিক পেয়েছেন স্বরাষ্ট্র এবং ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এবারের বিধানসভা নির্বাচনে তিনি সামান্য কয়েকটি ভোটে জয়ী হয়েছিলেন। তবে বিধানসভা নির্বাচনে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে রাজ্যের অন্যান্য প্রান্তের তুলনায় ভাল ফল করেছে গেরুয়া শিবির। সবশেষে রয়েছেন শান্তনু ঠাকুর যিনি বনগাঁর বিজেপি সাংসদ। জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে তাঁকে। বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগনা-সহ গোটা রাজ্যে খারাপ ফল করলেও মতুয়া অধ্যুষিত বেশ কয়েকটি আসন ধরে রাখতে পেরেছে বিজেপি। ২০২৪ লোকসভাতেও সেই ভোট দখলে রাখতে শান্তনুকে মন্ত্রী নির্বাচন।

আরও পড়ুন- ‘বঙ্গভঙ্গ’ চাওয়া সেই জন বার্লাই মোদীর নতুন মন্ত্রী! কিসের ইঙ্গিত

বাংলা দখলের স্বপ্ন ভেঙেছে। এখন নজরে চব্বিশের লোকসভা নির্বাচন। আর সেই কারণেই বাংলায় নিজেদের দখলে থাকা ভোটবাক্স অক্ষুন্ন রাখতে মরিয়া গেরুয়া শিবির। মোদী সরকারের মন্ত্রিসভার রদবদল দেখে কিছুটা সেই ইঙ্গিতই স্পষ্ট। মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বুধবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে মোট ৪৩ জন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন এই ৪ বাঙালি। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার ১৮ জন সাংসদের মধ্যে জায়গা পেলেন চার জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 2 =