বঙ্গের কোভিড গ্রাফের কী অবস্থা? জেনে নিন বিস্তারিত

বঙ্গের কোভিড গ্রাফের কী অবস্থা? জেনে নিন বিস্তারিত

কলকাতা: বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। আজও মৃত্যু শূন্য বঙ্গ এবং দৈনিক সংক্রমণ ১০-এর নীচে আছে। একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে বেশি। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। মাঝে চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত ছিল। কলকাতা এবং সংলগ্ন এলাকায় মশা বাহিত রোগের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছিল। কিন্তু একটু ঠান্ডার আমেজ হওয়ায় মশাও কমেছে আগের থেকে।

আরও পড়ুন- ছেলে কোলে মঞ্চে গান গাইলেন শ্রেয়া, ‘মুহূর্ত’ ক্যামেরাবন্দি করলেন স্বামী!

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৬ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৫০৮ জন। এদিকে, রাজ্যে আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৫ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৯২৮ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৪ হাজার ৬৬৭ জনের। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ০.১৩ শতাংশে।

তবে সাধারণের মনে এও প্রশ্ন আছে যে, প্রত্যেক বছর করোনা টিকা নিতে হবে কিনা। বিশেষজ্ঞদের একাংশের মতে, পরিস্থিতি মূলত তেমন দিকেই যাচ্ছে। গবেষকদের যুক্তি, যত দিন যাচ্ছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলছে যা আগেরটার থেকে বেশি ভয়ঙ্কর। ফলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই আগের থেকে উন্নত করতে হবে। যে টিকা নেওয়া আছে তা হয়তো নতুন প্রজাতির বিরুদ্ধে তেমনভাবে কাজ করবে না, এই আশঙ্কাতেই প্রত্যেক বছর একটি করে করোনা টিকা নিতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 4 =

আজও মৃত্যুহীন বঙ্গ, সংক্রমণের রকমফের না হলেও স্বস্তি বহাল

আজও মৃত্যুহীন বঙ্গ, সংক্রমণের রকমফের না হলেও স্বস্তি বহাল

কলকাতা: বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। লাগাতার আজও মৃত্যু শূন্য বঙ্গ, এটাও বড় স্বস্তি। একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে বেশি। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। এখন অবশ্য চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত। কলকাতা এবং সংলগ্ন এলাকায় মশা বাহিত রোগের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে।

আরও পড়ুন:  খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৫ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৪৪৮ জন। এদিকে, রাজ্যে আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১২ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৮২৬ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৫ হাজার ১১৫ জনের। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ০.১০ শতাংশে। অন্যদিকে, ‘কোভিড কাশি’ নিয়ে এখন চিন্তা বাড়ছে সাধারণের। সাধারণ কাশি ৬-৭ দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কোভিড কাশি দীর্ঘস্থায়ী।

তবে সাধারণের মনে এও প্রশ্ন আছে যে, প্রত্যেক বছর করোনা টিকা নিতে হবে কিনা। বিশেষজ্ঞদের একাংশের মতে, পরিস্থিতি মূলত তেমন দিকেই যাচ্ছে। গবেষকদের যুক্তি, যত দিন যাচ্ছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলছে যা আগেরটার থেকে বেশি ভয়ঙ্কর। ফলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই আগের থেকে উন্নত করতে হবে। যে টিকা নেওয়া আছে তা হয়তো নতুন প্রজাতির বিরুদ্ধে তেমনভাবে কাজ করবে না, এই আশঙ্কাতেই প্রত্যেক বছর একটি করে করোনা টিকা নিতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =

৮০-র ওপর চলে গেল বঙ্গের কোভিড কেস! বাড়ছে চিন্তা

৮০-র ওপর চলে গেল বঙ্গের কোভিড কেস! বাড়ছে চিন্তা

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। কিন্তু শেষ কয়েক দিনে আবার ঊর্ধ্বমুখী বঙ্গের দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ তা বেড়ে ৮০-এর ওপরে! তবে আজ একজনেরও মৃত্যু হয়নি বাংলাতে। তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ১.০৭ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ৮৩২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৫ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯৫৬ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ৭৩ হাজার ৮০৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তুলনায় আবার বাড়ছে দেশের সার্বিক কোভিড কেস। লাগামছাড়া হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পেছনে অনেকটাই হাত রয়েছে মহারাষ্ট্রের। গত সপ্তাহের মধ্যভাগ থেকে হঠাৎই এই রাজ্যে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছে। এক দুই করে বাড়তে বাড়তে এই কয়েকদিনে মারাঠা ভূমিতে সংক্রমণ বেড়েছে ৮১ শতাংশ। এদিকে আজই আগের দিনের থেকে প্রায় আড়াই হাজার বেড়েছে ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + six =

পজিটিভিটি রেট আজ প্রায় তলানিতে, বিধি শিথিলে কেমন আছে বাংলা

পজিটিভিটি রেট আজ প্রায় তলানিতে, বিধি শিথিলে কেমন আছে বাংলা

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে হল ০.১৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।

আরও পড়ুন-  দুই বছর পর করোনা বিধিতে ইতি, কোন কোন নিয়ম মানতে হবে আজ থেকে?

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৫০৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৯ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৫ হাজার ৭৫২ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮৯২ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৪৮ লক্ষ ০২ হাজার ৬০৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে আজই দীর্ঘ ৭১৫ দিন পর আজ ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজারের নীচে নেমেছে। অন্যদিকে, দৈনিক মৃত্যুও কমেছে অনেক। সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা নিয়ে স্বস্তিতে রয়েছে দেশ। ইতিমধ্যে দেশে কোভিড বিধি প্রায় প্রত্যাহার করা হয়েছে এবং অনেকে রাজ্যে মাস্ক ব্যবহারেও শিথিলতা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে, দেশ পুরোপুরি সুস্থ হওয়ার পথেই। আইসিএমআর আবার ভেবেছে, দেশের সকলকে কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে। কিন্তু তা কবে থেকে তা নির্ধারণ করা হয়নি। এখন দেশে ১২ বছর বয়সীদের থেকেই টিকাকরণ চলছে। বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ষাটোর্ধ্বদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 5 =