মৃত্যুহীন বঙ্গে পজিটিভিটি রেট ১ শতাংশের কম, কোভিড গ্রাফে স্বস্তি

মৃত্যুহীন বঙ্গে পজিটিভিটি রেট ১ শতাংশের কম, কোভিড গ্রাফে স্বস্তি

e9308bfad826518a13257a18f320653f

কলকাতা: রাজ্যের কোভিড সংক্রমণ ধীরে ধীরে অনেকটাই নেমে এসেছে। শেষ এক সপ্তাহ একেবারে তলানিতে বঙ্গের কোভিড গ্রাফ। ১০০-র নীচে তো বটেই, ৫০-র নীচেও চলে এসেছে আক্রান্তের সংখ্যা। তাই করোনার নিম্ন গ্রাফ নিয়ে আবার আশার আলো।  সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে কারণ এখনও উৎসব মরশুম চলছে। সংক্রমণ যে কোনও সময় বাড়তে পারে ভিড়ের কারণে।

আরও পড়ুন: ২৬/১১-এর স্মৃতি ফিরবে! পাকিস্তানি নম্বর থেকে পুলিশের কাছে এল হুমকি

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৩৩ জন। এদিকে, রাজ্যে একদিনে আজ একজনেরও মৃত্যু হয়নি। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৭ হাজার ৯১১ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫২৭ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৩৯ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৫ হাজার ৪১৮ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৪ হাজার ৪৭০ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ০.৭৪ শতাংশে। যদিও একটা খবর মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে যে, প্রায় ১০ কোটির ওপর ভ্যাকসিন নষ্ট হয়েছে দেশে। এর বড় কারণ, টিকার প্রতি মানুষের অনীহা।

তবে কোভিডের অন্যান্য উপসর্গ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক যেমন ‘কোভিড কাশি’ নিয়ে এখন চিন্তা বাড়ছে সাধারণের। সাধারণভাবে দেখতে গেলে সর্দি-কাশির মূল উপসর্গের সঙ্গে কোভিডের উপসর্গের তেমন কোনও তফাৎ নেই। অর্থাৎ এক লহমায় বোঝা মুশকিল যে কোনটা কোভিডের কাশি আর কোনটা সাধারণ সর্দির। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যেও সূক্ষ্ম একটা তফাৎ রয়েছে। জানান হয়েছে, সাধারণ কাশি ৬-৭ দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কোভিড কাশি দীর্ঘস্থায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *