শুধু কলকাতাতেই আক্রান্ত ১৫০ পার, বঙ্গের কোভিড গ্রাফে চিন্তা

শুধু কলকাতাতেই আক্রান্ত ১৫০ পার, বঙ্গের কোভিড গ্রাফে চিন্তা

b5a644d543608e4645a0d6757ad33eab

কলকাতা: বাংলার করোনা গ্রাফ এদিন মোটামুটি একই জায়গায় আছে। দৈনিক আক্রান্তের মাত্রা শেষ কয়েক দিনেই কমতে শুরু করেছিল। গতকালও অনেকটা কম ছিল বাংলার সংক্রমণ কিন্তু আজ কিঞ্চিৎ বাড়ল। এদিকে আজও একাধিক মৃত্যু আজও হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও চিন্তা বাড়াচ্ছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ফের একটু বেড়ে ৫.৬৩ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।

আরও পড়ুন:  খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ৪৭৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪১০ জনের। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ১৫৩ জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১২৭ জন। একদিনে সুস্থ হয়েছেন ৮২২ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৭২ হাজার ৪২১। আজ মোট পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ২১৪ নমুনা।

রোগ নিয়ে মানুষের আতঙ্কের কোনও শেষ নেই। বিগত কয়েক বছরে যেন এই নিয়ে চিন্তা আরও বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের জন্য। এখন আবার তার সঙ্গে চিন্তা রয়েছে মাঙ্কিপক্স, মারবার্গ, লং কোভিড, সহ আরও একাধিক ফ্লু নিয়ে। কিন্তু এইসব সংক্রামক রোগ ঠিক কোন সময়ে মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পায়? এক গবেষণা পত্র বলছে, প্রায় ৫৮ শতাংশ সংক্রামক অসুখের প্রকোপ বাড়ে জলবায়ু পরিবর্তনের কারণে। অবশ্যই এইসব সংক্রামক অসুখ মানুষের পরিচিত। জলবায়ু পরিবর্তন হল সবথেকে বড় কারণ বিভিন্ন রোগের বৃদ্ধির। কোনও কঠিন সংক্রামক রোগের তীব্রতা কত থাকবে তা এক প্রকাশ নির্ভর করে জলবায়ুর ওপরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *