আবার বৃদ্ধি বঙ্গের কোভিড গ্রাফে, কতজন সুস্থ জেনে নিন

আবার বৃদ্ধি বঙ্গের কোভিড গ্রাফে, কতজন সুস্থ জেনে নিন

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা আবার আজ বাড়ল বঙ্গে। শেষ কয়েক সপ্তাহে তার ব্যাপক পরিবর্তন ঘটেছে। আজ ফের বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছে। আজও একাধিক মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই বেড়েছে তুলনায়। আজ রাজ্যের পজিটিভিটি রেট ফের বেড়ে ১০.৪২ শতাংশ। এদিকে সুস্থতার হার একটু বেড়ে ৯৮.০৬ শতাংশ।

আরও পড়ুন- অর্পিতার ফ্ল্যাটে যেতেন সৌগত? দিলীপের দাবি নস্যাৎ করে চ্যালেঞ্জ সাংসদের

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯০ হাজার ৪৮৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৪৬ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২ হাজার ৪৩৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ৪৯ হাজার ৯৯৪ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩৪১ টি নমুনা।

তবে করোনা আগের মতো মারাত্মক প্রভাব নিয়ে না এলেও চিকিৎসকরা করোনা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মার্কিন চিকিৎসকরা জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরেও ১২ ধরনের রোগের উপসর্গ দেখা দিচ্ছে। যার জেরে হাসপাতালেও ছুটতে হচ্ছে বার বার। সময় মতো চিকিৎসা না করালে মৃত্যুও হতে পারে৷ সমীক্ষায় দেখা গিয়েছে করোনা থেকে সেরে ওঠার পরে অনেকে টাইপ টু ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হয়েছেন। মার্কিন সমীক্ষায় বলা হয়েছে, গত বছর যাঁরা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাঁদের পরবর্তী এক বছরের মধ্যে স্বাস্থ্যের গুরুতর সমস্যার সম্ভাবনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =

সংক্রমণ শীর্ষে তিলোত্তমা, খানিক বাড়ল রাজ্যের কোভিড গ্রাফ

সংক্রমণ শীর্ষে তিলোত্তমা, খানিক বাড়ল রাজ্যের কোভিড গ্রাফ

কলকাতা: উত্তর ২৪ পরগনা নিয়ে প্রথম থেকেই চিন্তা প্রশাসনের, কারণ এই জেলা প্রথম থেকেই সংক্রমণ শীর্ষে রয়েছে। কিন্তু আজ ভাল খবর এই যে, এই জেলা আক্রান্তের শিখরে নেই। তবে চিন্তা বাড়িয়েছে কলকাতা কারণ আজ শহর সংক্রমণের শীর্ষে। এদিকে, খানিক বেড়েছে রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা, বেড়েছে মৃত্যুও।

আরও পড়ুন- ‘এটা BJP-র রাজনৈতিক জয় নয়, বিচার ব্যবস্থার জয়’, হাই কোর্টের রায়কে স্বাগত গেরুয়া শিবিরের

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭৩১ জন, যা গতকালের তুলনায় কিছুটা বেশি। আক্রান্তদের মধ্যে ৮৯ জন কলকাতার। সংক্রমণের নিরিখে প্রথম স্থানে এই শহর। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ৭৯ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত ৭০ জন। চতুর্থ স্থানে পূর্ব মেদিনীপুর। সেখানে একদিনে সংক্রমিত ৬২ জন। সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৪০ হাজার ৯৮৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৩৩৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। এদিকে, একদিনে করোনাকে পরাস্ত করেছেন ৭৮১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ১২ হাজার ৯৯৯ জন। রাজ্যের বর্তমান সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। 

উল্লেখ্য, রাজ্য সরকার এখন থেকে পরিবারের একজনকেই কোভিড বীমার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই পরিবারের একাধিক ব্যক্তি করোনায় সংক্রমিত হয়ে মারা গেলে কেবলমাত্র একজনই তার ক্ষতিপূরণ পাবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সারির কোভিড যোদ্ধাদের জন্যে এই বীমা ঘোষণা করার পরে প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিপূরণ চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন। তার প্রেক্ষিতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =