কলকাতা: বাংলার করোনা ভাইরাস গ্রাফ এদিনও নিম্নমুখী। পাশাপাশি কমেছে মৃত্যুর হারও; পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে। মূলত কয়েকটি জেলাকে নিয়ে চিন্তা থাকছে যার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা।গতকালের তুলনায় আজ দৈনিক সংক্রমণ বাড়লেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। রাজ্যের সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ।
আরও পড়ুন- এবারে ভূতের আতঙ্ক খাস মালদহ মেডিকেল কলেজে
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। সংক্রমণের শীর্ষে আজ রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত ৭৭ জন। এরপরে রয়েছে, দার্জিলিং, সেখানে একদিনে আক্রান্ত ৬৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্ত ১৫ লক্ষ ৩৯ হাজার ৬১২ জন। এদিকে একদিনে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৬ জন। উত্তর ২৪ পরগনা মৃত্যুশূন্য, কিন্তু দার্জিলিংয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত রাজ্যের মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩১৮ জনের। এ নিয়ে মোট ১৫ লক্ষ ১১ হাজার ৫৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।
আরও পড়ুন- কথা রাখেননি পুরমন্ত্রী, হতাশ চাঁচলের বাসিন্দারা
যেহেতু তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে সেহেতু কোভিডের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় উপসর্গহীন করোনা রোগীদের চিহ্নিত করতে তৃতীয় দফারয় সেন্টিনেল সার্ভে শুরু করতে চলেছে রাজ্য। সংক্রমনের শৃঙ্খল ভাঙতে মূলত উপসর্গহীন করোনা রোগীদের ওপর সমীক্ষা চালানো হবে৷ প্রতি জেলার একটি করে হাসপাতালে নমুনা সংগ্রহ করার জন্য ইতিমধ্যে সমস্ত জেলা স্বাস্থ্য অধিকর্তাকে নির্দেশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ১৬ থেকে ১৮ই অগাস্ট এই নমুনা সংগ্রহের কাজ চলবে। রাজ্যের ২৮ টি জেলায় মোট ১১ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করে সমীক্ষা চালানো হবে। কলকাতার আরজিকর হাসপাতালকে সেন্টিনেল সার্ভের জন্য বেছে নেওয়া হয়েছে।