আরও কমল সংক্রমণ, বঙ্গের পজিটিভিটি রেটও নিম্নগামী

আরও কমল সংক্রমণ, বঙ্গের পজিটিভিটি রেটও নিম্নগামী

কলকাতা: সংক্রমণ ওঠা-নামা করতে করতে ২০০-৩০০ ছাড়িয়ে চলে গিয়েছিল বঙ্গে। পুজোর মধ্যেও সংক্রমণ ওঠা নামা করেছে। শেষ কিছুদিন ধরে ওঠা-নামা করছিল বঙ্গের দৈনিক আক্রান্ত। তবে আজ গতকালের তুলনায় সংক্রমণ কমেছে যা একটা স্বস্তি দিচ্ছে সকলকে। করোনার পাশাপাশি বঙ্গে ডেঙ্গিও ব্যাপক প্রভাব বাড়িয়েছে শেষ ক’দিনে। যা অন্য চিন্তার বিষয়। আপাতত মোট সংক্রমণ প্রায় ৩১ হাজার।

আরও পড়ুন- ‘সকালে দুটো রুটি, রাতে তা-ও জোটে না’, জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক শান্তিপ্রসাদ

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৬৬ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৬ হাজার ৬৮৬ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫২০ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২৫৯ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৩ হাজার ৭৫৩ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৬ হাজার ৮১১ টি এবং বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ২.৪৪ শতাংশে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।

তবে ডেঙ্গি যেন করোনার থেকেও ভয় বাড়িয়েছে বঙ্গে। তথ্য বলছে, শেষ ৭ দিনে বঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছুঁয়েছে। মোট সংক্রমণ প্রায় ৩১ হাজার! বাংলায় সবথেকে বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছিল ২০১৯ সালে। এখন আশঙ্কা, আগামী সপ্তাহেই সেই রেকর্ড টপকে যাবে পশ্চিমবঙ্গ। কারণ ২০১৯ সালে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩১ হাজার ৭৪৩। আর ২০২২ সালে এখনই বঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৭৭৩। সংক্রমণের নিরিখে করোনার মতো ডেঙ্গিতেও সবথেকে এগিয়ে উত্তর ২৪ পরগনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 6 =

সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু কমল বঙ্গে, উদ্বেগ বহাল শহরে

সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু কমল বঙ্গে, উদ্বেগ বহাল শহরে

কলকাতা: রাজ্যের কোভিড গ্রাফ আজ আবার বাড়ল। দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে এদিন। একই রকমভাবে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা আজও রয়েছে আগের মতোই। কমছে তো না বরং দিন দিন উদ্বেগ বাড়ছে। তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। আজ থেকে আবার খুলেছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তাই কোভিড মাত্রায় নজর বেশি করে থাকবে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৭৭ জন। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২৪২ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত অনেকটা বেড়ে ১৫৮ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৭৬ জন। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৭৩ ও ৭৪ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ০৮ হাজার ৩৯৩ জন।

এদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৩৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৮০ হাজার ৯২২ জন। অন্যদিকে, একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। এদিকে, বর্তমানে মৃত্যুর হার ১.২০ শতাংশ। এদিকে, বিশেষজ্ঞদের এক নয়া দাবিতে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এত দিনে আদতে কতজনের করোনা ভাইরাস সংক্রমণের মৃত্যু ঘটেছে তা স্পষ্টভাবে প্রকাশ্যে আসছে না বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, সরকারি রিপোর্ট করোনাভাইরাস মৃত্যু নিয়ে যা বলছে তা সঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + thirteen =

একদিনেই আবার বাড়ল সংক্রমণ, বাংলায় পজিটিভিটি রেট ১.৪৮%

একদিনেই আবার বাড়ল সংক্রমণ, বাংলায় পজিটিভিটি রেট ১.৪৮%

কলকাতা: আবার কিছুটা বাড়ল বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল সংক্রমিত হয়েছিল ৬৬৬ জন, আজ তার থেকে অনেকটাই বেড়েছে আক্রান্ত হওয়ার সংখ্যা। এদিকে আবার রাজ্যে কমেছে দৈনিক সুস্থতা। অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার পাশাপাশি উত্তরবঙ্গকে নিয়ে আশঙ্কা বাড়ছে সকলের। সেখানে সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমূখী হয়েছে আজ। যদিও আক্রান্তের নিরিখে আজও শীর্ষে উত্তর ২৪ পরগনা জেলা।

আজকের বাংলার তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৭৫২ জন, যা গতকালের তুলনায় প্রায় ১০০ বেশি। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৮২ জন। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিং। একদিনে সেখানে আক্রান্ত অনেকটাই বেড়ে ৭৯ জন। তৃতীয় স্থানে জলপাইগুড়ি। একদিনে সেখানকার ৬১ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। চতুর্থ স্থানে রয়েছে কলকাতা, শহরে আক্রান্ত ৬০ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৯ হাজার ৫৯৯ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ৯৯২ জন।  রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৯৯ শতাংশ। অন্যদিকে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১০। মৃতদের মধ্যে ২ জন করে উত্তর ২৪ পরগনা এবং হুগলীর বাসিন্দা। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দাঁর্জিলিং, ও জলপাইগুড়িতে ১ জন করে মৃত্যু হয়েছে। এদিকে, রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ২১ জন।

আরও পড়ুন: আগামী ১২০-২৫ দিন ভীষণ গুরুত্বপূর্ণ! ‘তৃতীয় ঢেউ’ নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের

এদিকে আজ দেশে ১২৫ দিনে সর্বনিম্ন সংক্রমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ০৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। এই নিয়ে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫ হাজার ২৫৪ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৬ হাজার ১৩০জন। এদিকে, দেশের সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ শতাংশের ওপরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 7 =