‘সকালে দুটো রুটি, রাতে তা-ও জোটে না’, জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক শান্তিপ্রসাদ

‘সকালে দুটো রুটি, রাতে তা-ও জোটে না’, জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক শান্তিপ্রসাদ

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার এসএসসি’র উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা৷ সিবিআই হেফাজত থেকে আপাতত তাঁর ঠিকানা সংশোধনাগার৷ কিন্তু অভিযোগ, জেলে তাঁকে ঠিক মতো খেতে দেওয়া হচ্ছে না৷ এ ব্যাপারে আদালতের কাছে নালিশও জানিয়েছেন তিনি৷ তাঁর অভিযোগ, দিনে যদিও বা দু’টি রুটি খেতে দেওয়া হয়, রাতে সেটুকুও জুটছে না। চার বেলার বদলে তাঁকে মাত্র  দু’বেলা খেতে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা।

আরও পড়ুন- আগামীর অপেক্ষা, পরের বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ্যে

বুধবার শুনানির সময় আদালতে জামিনের আবেদন করেছিলেন শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। সেই সময়ই তিনি জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানান৷ তিনি বলেন,  জেলে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না। এমনকি যথাযথ চিকিৎসা পরিষেবাও দেওয়া হচ্ছে না তাঁকে৷

সত্তরোর্ধ্ব শান্তিপ্রসাদ সিনহার একাধিক অসুস্থতা রয়েছে৷ সে কথা জানিয়ে বহুবার জামিনের আবেদনও করা হয়েছে৷ তাঁকে নানা রকম ওষুধ খেতে হয় বলেও জানানো হয়েছিল বিচারককে। কিন্তু আদালত তাঁর কোনও যুক্তিকেই গুরুত্ব দেয়নি। এ বার অবশ্য সরাসরি জেল কর্তৃপক্ষের বিরুদ্ধেই আঙুল তুলেছেন শান্তিপ্রসাদের আইনজীবী। বুধবার তিনি আদালতকে বলেন, ‘‘ তাঁর মক্কেলকে সকালে দু’টো রুটি আর একটু তরকারি দেওয়া হচ্ছে। তার পর বেলা ৩টের সময় দুুপুরের খাবার দেওয়া হচ্ছে৷ সেই সঙ্গে সেই খাবারই রাতে খেতে বলা হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘অসুস্থ হওয়া সত্ত্বেও শান্তিপ্রসাদ সিনহাকে যথাযথ চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে না।’’ এই অভিযোগ শোনার পরেও আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়।

উল্লেখ্য, টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার অভিযোগ রয়েছে এসপি সিনহার বিরুদ্ধে। সিবিআই-এর দাবি, নগদ টাকার বিনিময়ে এসএসসি-র চাকরি বিক্রি করা হয়েছে। চাকরি দিতেন শান্তিপ্রসাদ। টাকা লেনদেনের দায়িত্বে থাকতেন দুই মিডলম্যান।