আগামীর অপেক্ষা, পরের বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ্যে

আগামীর অপেক্ষা, পরের বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ্যে

কলকাতা: বছরভর বাঙালি এই দিনগুলির অপেক্ষা করে থাকে। দুর্গাপুজোর এই চার-পাঁচ দিন বাঁধন ভাঙা উচ্ছ্বাসে সামিল হয় প্রত্যেকে। কিন্তু ফুর্তির দিনগুলির অবসানও হয়। আজ যেমন হল। বিজয়া দশমীর দিন দুঃখের আবহ। মা চলে যাচ্ছেন আবার। কিন্তু কোথাও একটা ভালো লাগার বিষয়ও থাকে কারণ ঠিক এক বছর পর মা তো আবার আসবেনই। সেই খুশির আমেজ চাঙ্গা করতে ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট।

আরও পড়ুন-দুর্গাপুজো বন্ধের সিদ্ধান্ত নিল বিজেপি, তীব্র কটাক্ষ করল তৃণমূল

২০২৩ সালের দুর্গাপুজো পড়েছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে। যে সময়টা আক্ষরিক ভাবে পুজোর সময় বলা যায়। খাতায়-কলমে বৃষ্টি বিদায় নেয় এবং হালকা একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারও অনুভূত হতে পারে। এতএব একদম সঠিক সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হতে চলেছে আগামী বছর তা বলা যায়। প্রতিটা মানুষ একটাই জিনিস প্রার্থনা করে যে পুজোয় যেন বৃষ্টি না হয়। ২০২৩ সালের পুজোর দিন দেখে মনে হচ্ছে এই বছরের আশঙ্কা ফিরে আসবে না। অর্থাৎ বৃষ্টি ব্যাঘাত ঘটাবে না পুজোর। এক ঝলকে দেখে নেওয়া যাক আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট।

    ১৪ অক্টোবর, শনিবার– মহালয়া
২০ অক্টোবর, শুক্রবার– ষষ্ঠী
২১ অক্টোবর, শনিবার– সপ্তমী
২২ অক্টোবর, রবিবার– অষ্টমী
২৩ অক্টোবর, সোমবার– নবমী
২৪ অক্টোবর, মঙ্গলবার– দশমী
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *