কলকাতা: ১০০০-এর নিচে রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা থাকলেও কিছুটা করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বিগত কয়েক দিন ধরেই। তবে মূলত দুই জেলার সংক্রমণ বৃদ্ধি ব্যাপক চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। যদিও রাজ্যের সুস্থতার হার স্বস্তি দেবে।
আরও পড়ুন- উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭১৯ জন। আক্রান্তদের মধ্যে ১৩৮ জন কলকাতার! সংক্রমণের নিরিখে আজও প্রথম স্থানেই এই শহর। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১২৪ জন। এই দুই জেলাকে নিয়ে প্রথম থেকেই চিন্তা। এদিকে, তৃতীয় স্থানে নদিয়া। একদিনে সেখানকার ৫৬ জন করোনা আক্রান্ত হয়েছে। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬০ হাজার ২৮৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৩৩ হাজার ৬৪৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭২৭ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ৯ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৬২৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা
উল্লেখ্য, আপাতত মোট টিকা প্রাপ্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৭ কোটি। মোট সংখ্যা ৭৭ কোটি ২৪ লক্ষ ২৫ হাজার ৭৪৪ জন। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৬৩ লক্ষ ৯৭ হাজার ৯৭২ জনের। এদিকে আজ প্রধানমন্ত্রীর জন্মদিনে রেকর্ড টিকাকরণ হয়েছে দেশে। প্রতি মিনিটে দেশজুড়ে ৪২ হাজার টিকা, দুপুরের মধ্যেই ১ কোটি পার হয়ে গিয়েছিল। সবশেষে প্রায় ২ কোটি টিকাকরণ হয়েছে আজ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৪০৩ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩২০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯৫০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ০৫৬ জন।