সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু, সুস্থতা নিয়েও চিন্তা বৃদ্ধি বঙ্গে

সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু, সুস্থতা নিয়েও চিন্তা বৃদ্ধি বঙ্গে

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছিল একটা সময়। তবে এই মুহূর্তে বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা চিন্তা বৃদ্ধি করেছে। তবে গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে অনেকটা। এদিকে আজও মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে যা অস্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও বেড়ে ৪.৮৫ শতাংশ। এদিকে সুস্থতার হার কমে ৯৮.৮৩ শতাংশ।

আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ২২ হাজার ৮৪২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২১২ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৭৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৯ হাজার ১৮৪ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ০৭৮ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৪ লক্ষ ৮৬ হাজার ৪২৫ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাস। জানা যাচ্ছে সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণের এই রাজ্যের ত্রিশূর জেলায় হানা দিয়েছে মশাবাহিত এই রোগ। বেশ কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর রবিবার ৪৭ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়। এরপরই কেরল তো বটেই দেশজুড়ে নতুন এই ভাইরাসকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + seventeen =

গত ২৪ ঘণ্টায় আরও কম দৈনিক আক্রান্ত, চিন্তা শুধু ‘উত্তর’ নিয়ে

গত ২৪ ঘণ্টায় আরও কম দৈনিক আক্রান্ত, চিন্তা শুধু ‘উত্তর’ নিয়ে

কলকাতা: বাংলার কোভিড গ্রাফ আজ আবার কিছুটা স্বস্তি বাড়াল। আজ আক্রান্তের সংখ্যা আরও কমে গিয়েছে কিছুটা গতকালের তুলনায়। গত কয়েক দিন ধরেই উত্থান-পতন ঘটেছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। মাঝে একটু বৃদ্ধি পেলেও এখন আবার নিয়ন্ত্রণে এসে গিয়েছে দৈনিক সংক্রমণ। এদিকে, বাড়ছে রাজ্যের সুস্থতার হার। এমনকি সংক্রমণের হারও আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। তবে উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে চিন্তা কিছুতেই কমছে না। কারণ আজও সেখানেই সর্বাধিক সংক্রমণ।

আজকের বাংলার তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮৩১ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯৬ জন। এরপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। একদিনে সেখানে আক্রান্ত ৮৩ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। একদিনে সেখানকার ৭৮ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে, দার্জিলিং চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৭৪ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৪ হাজার ৭০৮ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ১৬১ জন। অন্যদিকে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১৪। যা আগের দিনের তুলনায় খানিকটা কম। মৃতদের মধ্যে ৩ জন নদিয়ার। উত্তর ২৪ পরগনা, কলকাতা ও দার্জিলিংয়ে ২ জন করে বাসিন্দার মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৯৫৮ জন। 

আরও পড়ুন- রাজ্যপাল সকাশে রাজভবনে মুখ্যমন্ত্রী, একাধিক ইস্যু নিয়ে বৈঠকের জল্পনা

উল্লেখ্য, আজই এদিন নবান্নের তরফে বিবৃতি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিষেধাজ্ঞা ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিষেধাজ্ঞা জারি থাকার কারণে আগের মতোই সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সম্পূর্ণভাবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি এবং বেসরকারি বাস, লোকাল ট্যাক্সি, অটো চলবে। বন্ধই থাকছে লোকাল ট্রেন। তবে আংশিক ভাবে খুলছে মেট্রো পরিষেবা। সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twelve =