কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছিল একটা সময়। তবে এই মুহূর্তে বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা চিন্তা বৃদ্ধি করেছে। তবে গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে অনেকটা। এদিকে আজও মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে যা অস্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও বেড়ে ৪.৮৫ শতাংশ। এদিকে সুস্থতার হার কমে ৯৮.৮৩ শতাংশ।
আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ২২ হাজার ৮৪২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২১২ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৭৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৯ হাজার ১৮৪ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ০৭৮ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৪ লক্ষ ৮৬ হাজার ৪২৫ নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাস। জানা যাচ্ছে সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণের এই রাজ্যের ত্রিশূর জেলায় হানা দিয়েছে মশাবাহিত এই রোগ। বেশ কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর রবিবার ৪৭ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়। এরপরই কেরল তো বটেই দেশজুড়ে নতুন এই ভাইরাসকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে।