কয়লা পাচার মামলা এবার খনি অঞ্চলের ১০ পুলিশ আধিকারিককে ভবানীভবনে তলব CID

কয়লা পাচার মামলা এবার খনি অঞ্চলের ১০ পুলিশ আধিকারিককে ভবানীভবনে তলব CID

কলকাতা:  ইডি-সিবিআই-এর পাশাপাশি কয়লা পাচার মামলায় তৎপর রাজ্য প্রশাসন। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় এবার খনি অঞ্চলের তিন থানার দায়িত্বে থাকা মোট ১০ কর্মী, আধিকারিককে জেরা করতে চায় রাজ্য পুলিশের সিআইডি৷ ২০১৯-২০২১ সাল পর্যন্ত এঁরা সকলেই খনি অঞ্চলের থানার দায়িত্বে ছিলেন৷ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে জেরা পর্ব। তাঁদের ভবামীভবনে তলব করা হয়েছে৷ 

আরও পড়ুন- জেল থেকে হাসপাতালে কেষ্ট, দু’দিন অন্তর শারীরিক পরীক্ষার নির্দেশ

কয়লা পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই আবদুল বারিক বিশ্বাস-সহ ভিন রাজ্যের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি। সূত্রের খবর, পারিপার্শ্বিক প্রমাণ এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে, তার উপর ভিত্তি করেই অভিযুক্ত পুলিশ কর্মী এবং আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখা চান সিআইডি অফিসাররা। পাচার কাণ্ডে তাদের ভূমিকা কী ছিল, তাদের কাছে এ সংক্রান্ত কোন কোন তথ্য ছিল, তা খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী অফিসাররা। সেই লক্ষ্যেই আসানসোলের খনি অঞ্চলের তিন থানার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পদের মোট ১০ জনকে ভবানী ভবনে তলব করেছে সিআইডি।

খনি অঞ্চলে এই পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুর ১টার পর ভবানীভবনে প্রথম পর্বের জেরা শুরু হবে। আজ তিন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।  শুক্রবার তিনজন এবং শনিবার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হবে৷