‘দাদাকেই বাংলার সিংহাসনে দেখতে চাই’, শুভেন্দু অনুগামীদের পোস্টারে সরগরম আদ্রা

‘দাদাকেই বাংলার সিংহাসনে দেখতে চাই’, শুভেন্দু অনুগামীদের পোস্টারে সরগরম আদ্রা

পুরুলিয়া:  জঙ্গলমহলে সবকটি আসনে দাদার অনুগামীদের প্রার্থী করতে হবে৷ আমরা দাদাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই৷ এমনই দাবি জানিয়ে চাঞ্চল্যকর পোস্টার পড়ল পুরুলিয়ার আদ্রায়৷ ওই পোস্টারে লেথা রয়েছে, ‘বাংলার ছেলেকে বাঙালিরা বাংলার সিংহাসনে দেখতে চায়’৷  এই পোস্টারের পিছনে তৃণমূলের ষড়যন্ত্র দেখছে বিজেপি৷ তৃণমূলের পাল্টা কটাক্ষ, বিজেপি’র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা৷ 

আরও পড়ুন-  ব্রেকিং: ভোটের মুখে মুক্তির দাবি! হাইকোর্টের দ্বারস্থ আনিসুর রহমান

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপি’তে যোগ দেওয়ার আগে তাঁর সমর্থনে জেলায় জেলায় অংখ্য পোস্টার- ব্যানার পড়েছিল। এবার ভোটমুখী বাংলায় ফের দাদার অনুগামীদের পোস্টার৷ পোস্টার পড়ল আদ্রায়৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, শুভেন্দু অধিকারীর অনুগামীদের নামে লেখা ওই ফ্লেক্সে তাঁকে মুখ্যমন্ত্রী করার আর্জি জানানো হয়েছে৷ পাশাপাশি জঙ্গলমহলের সবকটি আসনে দাদার অনুগামীদের প্রার্থী করতে হবে বলেও  উল্লেখ করা হয়েছে৷

আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট৷ ভোট হবে পুরুলিয়ার ৯টি আসনে৷ তবে তাৎপর্যপূর্ণ ভাবে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি কোনও রাজনৈতিক দল৷ এর ঠিক আগে দাদার অনুগামীদের পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ এর নেপথ্যে তৃণমূলকেই দায়ী করেছেন শুভেন্দুর অনুগামীরা৷ 

শুভেন্দু অনুগামী তথা পুরুলিয়ার বিজেপি নেতা গৌতম রায় বলেন, তৃণমূল কংগ্রেস লিমিটেড কোম্পানি দাদার অনুগামীদের নামে কিছু পোস্টার বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে৷ বর্তমানে দাদার অনুগামী বলে কিছুই নেই৷ আমরা সবাই ভারতীয় জনতা পার্টির অনুগত সৈনিক৷ 

আরও পড়ুুন- পামেলা ষড়যন্ত্রে হাত রয়েছে পুলিশেরও? অমৃত সন্ধানে মরিয়া লালবাজার!

কিন্তু এই অভিযোগ উড়িয়ে শাসকদলের পাল্টা দাবি, দলীয় নেতৃত্বের উপর চাপ তৈরি করতেই বিজেপি’র একাংশ এই ধরনের ফ্লেক্স লাগিয়েছে৷ পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয় বন্দ্যোপাধ্যায় বলেন, দাদার অনুগামীদের টিকিট দিতে হবে এবং আমরা পশ্চিমবঙ্গে দাদাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই, এই পোস্টার দেওয়া হয়েছে৷ কেউ কেউ আবার বলছে দিলীপ ঘোষকে, মুকুল রায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই৷ বিজেপি তো গোষ্ঠীদ্বন্দ্বে পরিপূর্ণ৷ 
উল্লেখ্য, কাশিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আদ্রায় দু’ সপ্তাহ আগে বিজেপি’র এক জেলা নেতাকে প্রার্থী করার দাবি জানিয়ে ব্যানার পড়েছিল৷ এবার দাদার অনুগামী পোস্টারে সরগরম আদ্রা৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *