কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় নয়া মোড়৷ স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)-এর ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন৷ হাই কোর্টের নির্দেশ মেনে ভোট পরবর্তী হিংসা মামলায় জেলায় জেলায় তদন্ত শুরু করেছে সিবিআই৷ কিন্তু কোথায় গেল সিট? প্রশ্ন তুলে ফের জনস্বার্থ মামলা দায়ের করলেন কাশিনাথ বিশ্বাস৷ উল্লেখ্য, আদালত নির্দেশ দিলেও এখনও তৈরি হয়নি রাজ্যের পুলিশকর্তাদের নিয়ে গঠিত ৩ সদস্যের কমিটি।
আরও পড়ুন- উপাচার্যের বাড়ির সামনেই ছাত্রীদের শ্লীলতাহানী, উত্তাল অশান্তির আগুনে দগ্ধ বিশ্বভারতী
ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআই-এর হাতে তদন্তের ভার তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ আদালত জানিয়েছিল খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর অভিযোগের তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আর তুলনামূলক কম গুরুতর অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য গঠন করা হবে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট)৷ কলকাতা হাই কোর্টের সেই নির্দেশের ১০ দিন পার হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই৷ কিন্তু সিট কোথায়? তা নিয়েই প্রশ্ন উঠেছে৷ অভিযোগ, আদালতের রায়কে মান্যতা দিচ্ছে না রাজ্য সরকার৷ বলা হয়েছিল, কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র, সুমন বালা সাউ, নিলেশ কুমারকে নিয়ে গঠন করা হবে স্পেশাল ইনভেস্টিকেশন টিম৷ কিন্তু এখনও তা গঠন করা হয়নি৷অভিযোগ, ২০ তারিখ হাই কোর্টের নির্দেশের পর সিবিআই কাজ করলেও কাজ শুরু করেনি সিট৷
আরও পড়ুন- আরও দুই BJP বিধায়ক তৃণমূলে? জল্পনায় বিশ্বজিৎ দাস
এদিকে, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমে নন্দীগ্রাম ও শীতলকুচির ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই৷ এই নিয়ে মোট ৩১টি এফআইআর দায়ের করা হল৷ আজই ভোট পরবর্তী হিংসার তদন্তে নন্দীগ্রামে যাচ্ছে সিবিআই-এর একটি টিম৷