কলকাতা: তৃণমূলে যোগ দিতে চলেছেন আরও দুই বিজেপি বিধায়ক৷ শাসক দলে যোগ দিতে পারেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস এবং দক্ষিণ দিনাজপুরের এক বিজেপি বিধায়ক৷ এমনটাই খবর৷
আরও পড়ুন- উপাচার্যের বাড়ির সামনেই ছাত্রীদের শ্লীলতাহানী, উত্তাল অশান্তির আগুনে দগ্ধ বিশ্বভারতী
গতকাল তৃণমূলে যোগ দিয়েছিলেন বিষ্ণপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ৷ এবার তৃণমূল যোগের জল্পনা বাড়ছে বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে নিয়ে৷ সম্ভবত আজই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে নাম লেখাবেন তিনি৷ দুপুর ৩টে নাগাদ যোগদান করার কথা তাঁর৷ পাশাপাশি আরও এক বিজেপি বিধায়কের নাম উঠে আসছে৷ বিশ্বজিৎ দাসের সঙ্গে সম্ভবত আজই তৃণমূলের ঝাণ্ডা হাতে তুলে নেবেন দক্ষিণ দিনাজপুরের এই বিজেপি বিধায়ক৷ তবে কোনও শিবির থেকেই এই নেতাদের নাম সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়নি৷
উল্লেখ্য নির্বাচনের আগেই বিশ্বজিৎ দাসের সঙ্গে তৃণমূলের যোগাযোগ স্থাপিত হয়েছিল বলে বিজেপি সূত্রে খবর৷ এর পর তাঁকে হেস্টিংসের দফতরে ডেকে পাঠানো হয়৷ মুকুল রায়, অর্জুন সিং সহ বিজেপি’র একাধিক নেতা তাঁর সঙ্গে কথা বলেছিলেন৷ সেই সময় দলত্যাগ থেকে তাঁকে বিরত করা সম্ভব হয়৷ বিজেপি’র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁকে টিকিটও দেওয়া হয় এবং তিনি জয়ীও হন৷ তবে কানাঘুষো, তিনি ফের তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছেন৷ সম্ভবত আজই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন৷
আরও পড়ুন- ‘উনিশে হাফ, একুশে সাফ?’ ‘হারের কারণ বিশ্লেষণে ভয় পাচ্ছে BJP ’, টুইটে খোঁচা তথাগতর
সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। তিনি তৃণমূলে যোগ দিতেই বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা রাজ্যে এসে দাঁড়ায় ৭৪-এ। আজ আরও দুই বিধায়ক দলত্যাগ করলে বিজেপি’র চাপ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।