‘উনিশে হাফ, একুশে সাফ?’ ‘হারের কারণ বিশ্লেষণে ভয় পাচ্ছে BJP ’, টুইটে খোঁচা তথাগতর

‘উনিশে হাফ, একুশে সাফ?’ ‘হারের কারণ বিশ্লেষণে ভয় পাচ্ছে BJP ’, টুইটে খোঁচা তথাগতর

tathagatas tweet

কলকাতা:  ফের বিস্ফোরক তথাগত রায়৷ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই একের পর এক বোমা ফাটিয়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা৷ তাঁর নিশানা থেকে বাদ যাননি দলের সতীর্থরাও৷ নাম না করে এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক নেতৃত্বকে তুলোধোনা করলেন তিনি৷ আক্রমণ শানিয়ে তথাগত রায় বলেন, পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে ভয় পাচ্ছেন দলের নেতারা৷  

আরও পড়ুন- বিজেপির ইস্তেহার বানাতেন! প্রয়াত বুদ্ধদেব গুহকে নিয়ে বিতর্কিত দাবি তথাগতের

একুশের বিধানসভা ভোটে বাংলা দখলে কোমড় বেঁধে ঝাঁপিয়েছিল বিজেপি৷ রীতিমতো ডেইলি প্যাসেঞ্জারি করেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ৷ ২০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় আসার হুঙ্কার দিয়েছিলেন তাঁরা৷ কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় ৮০-র গন্ডিও পেরতে পারেনি গেরুয়া শিবির৷ তবে জায়গা করেছে বিরোধী দল হিসাবে৷ যা নিয়ে গর্ব করা করা বলা হচ্ছে, ৩ থেকে আমরা ৭৭-এ পৌঁছেছি৷ দলীয় নেতৃত্ব যাই বলুন না করেন খোঁচা দিতে ছাড়লেন না তথাগত রায়৷ সোমবার রাতে টুইট করে তিনি বলেন, ‘‘নির্বাচনের আগে বলত, “উনিশে হাফ, একুশে সাফ”। নির্বাচনের পরে বলে, “তিন থেকে সাতাত্তরে তুলেছি”। ‘দায় স্বীকার’ করতে হলে মেরুদন্ড ও সৎসাহস দরকার। যারা হারের কারণ বিশ্লেষণ করতেই ভয় পাচ্ছে, বা হারকে জয় বলে চালাচ্ছে তারা করবে দায় স্বীকার? ’’

 

আরও পড়ুন- তালা ভেঙে বাথরুম থেকে উদ্ধার দমকল কর্মীর স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, চাঞ্চল্য

উল্লেখ্য, এর আগেও একাধিক বার বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়৷ বহুবার বিতর্কেও জড়িয়েছেন৷ গতকাল প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন তিনি৷  টুইট করে লিখেছেন, ”আমাদের প্রিয় লালাদা, বুদ্ধদেব গুহ প্রয়াত হলেন। সদাহাস্যময়, আড্ডাবাজ এই লোকটির সান্নিধ্য আর পাওয়া যাবে না। তাঁর সাহিত্যকীর্তির পাশাপাশি তাঁর ব্যক্তিত্বের স্বাদ আমরা যারা পেয়েছি কখনো ভুলতে পারব না। ওঁর আর একটা পরিচয়। উনি আর আমি মিলে একাধিকবার বিজেপির ম্যানিফেস্টো তৈরী করেছি।” 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *