বিধিনিষেধের মধ্যেই শর্ত সাপেক্ষে ছুটবে মেট্রো, গড়াবে কি ট্রেনের চাকা?

বিধিনিষেধের মধ্যেই শর্ত সাপেক্ষে ছুটবে মেট্রো, গড়াবে কি ট্রেনের চাকা?

cf42a656ea557d3fb89a89656fd03397

কলকাতা: করোনা পরিস্থিতিতে আগামী ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধি নিষেধের মেয়াদ৷ বুধবার বিকেলে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়৷ বাস, ট্যাক্সি, ক্যাব, অটো, টোটোয় ছাড় বহাল থাকলেও এ যাত্রাতেও চালু হল না লোকাল ট্রেন৷  তবে একটাই সুখবর, এবার থেকে সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে ছুটবে মেট্রো৷  

আরও পড়ুন-BREAKING: রাজ্যে বিধি-নিষেধ বাড়ল ৩০ জুলাই পর্যন্ত

লোকল ট্রেন খোলার দাবিতে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ হচ্ছে৷ লোকাল ট্রেন বন্ধ থাকায় বন্ধ হয়ে গিয়েছে বহু মানুষের রুজি-রুটি৷ কাজ হারিয়ে অনেকেই বেকার৷ সরকারের কাছে তাঁদের একটাই আর্জি ছিল, লোকল না খুললে তাঁদের না খেতে পেয়ে মরতে হবে৷ কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবারও লোকাল ট্রেন চলাচলে অনুমতি দিল না নবান্ন৷ যদিও ট্রেন চালাতে রাজি ছিল রেল৷ সরকার অনুমতি দিলেই তাঁরা ট্রেন চালাতে প্রস্তুত বলেও জানানো হয়েছিল৷ তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো৷ বাকি গণপরিবহণগুলিতেও ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর কথা বলা হয়েছে৷  

আরও পড়ুন- রাজ্যপাল সকাশে রাজভবনে মুখ্যমন্ত্রী, একাধিক ইস্যু নিয়ে বৈঠকের জল্পনা

 
সরকারি বিবৃতিতে বলা হয়েছে রাজ্য স্কুল-কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ বন্ধ থাকবে সিনেমা হল, স্পা ও সুইমিং পুল৷ তবে আন্তর্জাতিক ক্রিড়াসূচি মাথায় রেখে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সুইমিং পুলি প্র্যাকটিস করতে পারবেন রাজ্য ও জাতীয় স্তরের সুইমাররা৷ মর্নিং ওয়াক করার জন্য পার্ক গুলি খোলা রাখা হবে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এবং শুধুমাত্র টিকা নেওয়া মানুষকেই ভেতরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। অন্যদিকে আগের নিয়ম অনুযায়ী বাজার হাট এবং দোকান খোলা থাকবে। একই নিয়ম রেস্তোরাঁ, শপিং মল, বার এবং হোটেলের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *