ভোট পরবর্তী হিংসার তদন্তে অবশেষে SIT গঠন, দশ IPS অফিসার নিযুক্ত করল রাজ্য

ভোট পরবর্তী হিংসার তদন্তে অবশেষে SIT গঠন, দশ IPS অফিসার নিযুক্ত করল রাজ্য

কলকাতা:  কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে ভোট পরবর্তী হিংসার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করল রাজ্য সরকার। ১০ জন দক্ষ অফিসারকে নিয়ে সিট গঠন করা হল। জানা গিয়েছে, পাঁচটা জোনে ভাগ করে দেওয়া হয়েছে ওই ১০ দক্ষ আধিকারিককে। 

আরও পড়ুন- নির্বাচন করতে চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা!

বৃহস্পতিবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, দশ জন আইপিএস আধিকারিককে নিয়ে গঠিত এই তদন্তকারী দল পাঁচটি ডিভিশনে ভাগ হয়ে কাজ করবে। প্রতিটি জোনে দু’জন করে আইপিএস আধিকারিক দায়িত্বে থাকবেন৷ এই জোনগুলি হল যথাক্রমে- হেড কোয়ার্টার, উত্তর, পশ্চিম ও দক্ষিণ জোন এবং কলকাতা জোন। এর মধ্যে হেডকোয়ার্টারের দায়িত্বে থাকবেন ডিআইজি রেল সোমা দাস এবং শুভঙ্কর ভট্টাচার্য। উত্তরবঙ্গ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বিপিন সিং এবং প্রবীণ ত্রিপাঠিকে। পশ্চিম জোনের দায়িত্বে থাকবেন আইপিএস সঞ্জয় সিং। দক্ষিণবঙ্গ জোনের দায়িত্বে থাকবেন সিদ্ধিনাথ গুপ্তা এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- শহরজুড়ে প্রতারণার জাল, জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশি অভিযানে গ্রেফতার ১৬

উল্লেখ্য ভোট পরবর্তী হিংসা মামলায় খুন, অস্বাভিবিক মৃত্যু, ধর্ষণের মত অভিযোগগুলির তদন্ত ভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ অন্যদিকে কম গুরুত্বপূর্ণ অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য রাজ্যকে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু সেই নির্দেশের ১১ দিন পরেও সিট গঠন না হওয়ায় প্রশ্ন উঠছিল৷ সিট গঠন না করায় আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয় রাজ্য সরকারকে৷ এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেছিলেন, “সিট যে কাজ করছে না সেটা আমরা জানি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”  এর পরেই অবশেষে আজ সিট গঠন করল রাজ্য সরকার৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *