কলকাতা: কলকাতা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে লালবাজারে গেল বিজেপি৷ কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে অভিযোগ জানালেন বিজেপি নেতারা৷ তাঁদের অভিযোগ, ভোটে প্রভাব খাটানোর চেষ্টা চলছে লালবাজারের অন্দরেই৷
আরও পড়ুন- ৭ মার্চ ব্রিগেডে মোদী, ‘ঐতিহাসিক’ সভার রূপ দিতে প্রস্তুতি তুঙ্গে বঙ্গ বিজেপি
এদিন পুলিশ কমিশনার সৌমেন মিত্রর সঙ্গে দেখা করার পর বিজেপি নেতা বলেন, ‘‘প্রধান যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছিলাম, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ৷ এখানে পোস্টাল ভোট ছিনতাইয়ের পরিকল্পনা করা হচ্ছে৷ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে কারচুপি চলছে৷ পোস্টাল ব্যালটের জন্য পুলিশ কর্মী, সিভিক পুলিশ সকলের আধার কার্ড ও ভোটার কার্ড সংগ্রহ করা হচ্ছে। যা আদতে ভোটে প্রভাব খাটানোর পরিকল্পনা। পুরো ব্যালট বক্স দখলের চেষ্টা করা হচ্ছে৷’’
বিজেপি’র অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে কালীঘাট থানার ওসি শান্তনু সিনহা বিশ্বাস, এসআই তপন কুমার মাইতি এবং বিজিতাশ্ব রাউত৷ প্রক্সি ভোটের জন্য তাঁরা পরিচয়পত্র সংগ্রহ করছে৷ বিজেপি নেতারা জানান, ‘‘এই ঘটনার তদন্তের জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানানো হয়েছে৷ আমাদের দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হোক৷’’
আরও পড়ুন- নাড্ডার কনভায়ে হামলা: সুপ্রিম আর্জিতে হল না ৩ IPS-এর বদলির রক্ষা!
প্রসঙ্গত, এই বিষয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে৷ ওই চিঠিতে বলা হয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি কলকাতার উত্তীর্ণ সভাঘরে তৃণমূলের একটি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বেশ কিছু পুলিশ কর্মী। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷ ওই সভায় কলকাতা পুলিশের একাধিক কর্মীর হাতে তৃণমূলের পতাকা দেখা যায় বলেও অভিযোগ। তাই ভোটে কারচুপি রুখতে অবিলম্বে যথাযথ পদক্ষেপ করার আর্জিও জানিয়েছে বিজেপি৷