পুজোর আগেই বাংলার ভোট, তেমনই ইঙ্গিত কমিশনের

পুজোর আগেই বাংলার ভোট, তেমনই ইঙ্গিত কমিশনের

কলকাতা:  পুজোর আগেই বঙ্গে ভোট৷  সেপ্টেম্বরের শেষেই ৭ বিধানসভা কেন্দ্রে ভোটের সম্ভাবনা৷ এর মধ্যে ৫টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন৷ ২ টি কেন্দ্রো ভোট৷ ইতিমধ্যেই সিইও দফতরের সঙ্গে নির্বাচন কমিশনের কথা হয়েছে বলে সূত্রের খবর৷ তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়নি৷  

আরও পড়ুন- স্বল্প সময়ের জন্য দোকান খুলে গুণতে হচ্ছে সম্পূর্ণ কর, প্রতিবাদে সোচ্চার বার মালিকরা

কমিশন সূত্রে খবর, সেপ্টেম্বরের শেষেই ৫ কেন্দ্রে উপনির্বাচন ও ২ কেন্দ্রে ভোট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে৷ জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলেছে৷ অন্যদিকে, এর আগে দিল্লিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দ্রুত উপনির্বাচন করার আর্জি জানিয়েছিল তৃণমূলও৷ দিন কয়েক আগেও সিইও দফতরে গিয়ে দ্রুত নির্বাচনের কথা বলা হয়েছিল তৃণমূলের তরফে৷ উল্লেখ্য ভবাণীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর ও  দিনহাটায় উপনির্বাচন হবে৷ 

আরও পড়ুন- দেশকে বাঁচাতে নিজে হাতে সেনা গড়ছেন এই কম্যান্ডো

তৃণমূল  কংগ্রেসের দাবি দাবা জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়েছে৷ গত মাসে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল দরবার করার পরেই  উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন৷ কোচবিহার, কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷ ওই চিঠিতে ইভিএম ও ভিভিপ্যাট তৈরি রাখার কথা বলা হয়৷ ফলে উপনির্বাচনের প্রস্তুতি বলা যায় তুঙ্গে৷  নন্দীগ্রামে পরাজিত হওয়ায় ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + twelve =