স্বল্প সময়ের জন্য দোকান খুলে গুণতে হচ্ছে সম্পূর্ণ কর, প্রতিবাদে সোচ্চার বার মালিকরা

স্বল্প সময়ের জন্য দোকান খুলে গুণতে হচ্ছে সম্পূর্ণ কর, প্রতিবাদে সোচ্চার বার মালিকরা

681ddd268b79554abc526a98be7990a8

কলকাতা: রাজ্য সরকারের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলে সোচ্চার পানশালার কর্মীরা (বার কর্মীরা)৷ অভিযোগ, বারবার আবেদন  সত্ত্বেও সরকারের তরফে কোনও আর্থিক সাহায্য মেলেনি৷ আংশিক লকডাউনে পানশালা খোলা রাখার যে সময়সীমা সরকারের তরফে ধার্য করা হয়েছে তাতে ব্যবসা চালানো সম্ভব নয়৷ অথচ সরকারকে সম্পূর্ণ কর দিতে হচ্ছে পানশালার মালিকদের৷ 

আরও পড়ুন- বেআইনি স্কিম দেখিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি, চিটফাণ্ড সংস্থায় CBI হানা

উল্লেখ্য, কার্যত লকডাউনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পানশানা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ কিন্তু দাবি, এত অল্প সময়ে ব্যবসা করা যাচ্ছে না৷  যার জেরে সমস্যার পড়তে হয়েছে পানাশালা মালিকদের৷  কর্মচারীদের বেতন দিতে হচ্ছে। এর উপর রয়েছে সরকারি কর৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁদের মূল অভিযোগ, কম সময়ের জন্য দোকান খুললেও, সরকার পূর্ণ কর আদায় করছে৷ 

আরও পড়ুন- বিশ্বভারতীর বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ হাইকোর্টের, নির্দেশ অমান্য করায় ক্ষোভ

গত বছরও সরকারকে পুরোপুরি কর জমা দিতে হয়েছে বার মালিকদের। তাঁদের বক্তব্য, পুরো কর জমা নেওয়া বলে পূর্ণ সুবিধা দেওয়া হচ্ছে না কেন? পূর্ণ সময়ের জন্য সরকারি ও বেসরকারি দফতর খুলে দেওয়া হয়েছে৷ অথচ অধিকাংশ জেলায় পানশালা খোলার অনুমতি মেলেনি। কিন্তু পুরোদস্তুর কর আদায় করা হচ্ছে৷ পানশালায় যে সমস্ত সিঙ্গার, ডান্সাররা পারফর্ম করেন, তাঁদের থেকেও নির্ধারিত সময়ে টাকা নেওয়া হচ্ছে। অফিস সেরে খরিদ্দাররা যখন বারে আসতে চাইছেন, তখন বার বন্ধের সময় হয়ে যাচ্ছে৷ ফলে সিঙ্গার, ডান্সরাও  পারফরম্যান্স করে টাকা রোজগার করতে পারছেন না৷ অভিযোগ, বাংলার লক্ষাধিক বার সিঙ্গার ও ডান্সাররা আজ চরম আর্থিক সংকটের সম্মুখীন। এই সকল অভাব অভিযোগের কথা বারবার মুখ্যমন্ত্রীকে জানানো হলেও, সুরাহা মেলেনি বলেই দাবি। যার জেরে বৃহস্পতিবার শহর এবং শহরতলীর বারকর্মীরা একত্রে শামিল হতে চলেছেন৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *