কার দখলে যাবে নীলবাড়ি? খুলতে চলেছে স্ট্রংরুম, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কার দখলে যাবে নীলবাড়ি? খুলতে চলেছে স্ট্রংরুম, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কলকাতা:  আজ সেই মহাক্ষণ৷ রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? শেষ হাসি হাসবে কোন দল, তা জানার পালা৷ আর কিছুক্ষণের মধ্যেই  শুরু হবে ভোট গণনা৷ খোলা হবে ইভিএম৷ গণনা হবে পোস্টাল ব্যালট৷ সেই সঙ্গে নির্ধারিত হবে প্রার্থীদের ভাগ্য৷ এক ঝলকে দেখে নেওয়া যাক কোথায় প্রস্তুতি কেমন৷ 

আরও পড়ুন- রাজ্যে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, প্রতি ঘণ্টায় মৃত্যু ৪ জনের

আপাতত ৮টা বাজার অপেক্ষা৷ নীল বাড়ি দখলের পথে কোন দল এগিয়ে যাবে শুরু হবে তা জানার পালা৷ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা হবে মানিকপুর, কাশিপুর ও বেলগাছিয়া কেন্দ্রের৷ ইতিমধ্যেই এখানে পৌঁছে গিয়েছেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে৷ এসে গিয়েছেন সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে৷ কোভিড প্রোটকল মেনেই এখানে প্রস্তুতি চলছে৷ বিশ্ববিদ্যালয়ের গেটেই রয়েছেন কলকাতা পুলিশের অফিসাররা৷ তাঁরা আই কার্ড পরীক্ষা করার পাশাপাশি কোভিড ১৯ নেগেটিভ রিপোর্টও যাচাই করে নিচ্ছেন৷ নেগেটিভ রিপোর্ট না থাকলে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না৷ অনুমতি দেওয়া হচ্ছে না মোবাইল ফোন সঙ্গে নেওয়ার৷ গেট থেকে ভিতরে ঢোকার পরেই স্যানিটাইজ করা হচ্ছে৷ জানা গিয়েছে, ৮টা বাজলেই প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট৷ তারপর খোলা হবে ইভিএম৷ মোট ১৬ রাউন্ড গণনা হবে৷ প্রতি দু রাউন্ডে গণনার পর গোটা হল স্যানিটাইজ করা হবে বলে কমিশন সূত্রে খবর৷    

অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়ামে ভোট গণনা হবে কসবা বিধানসভা কেন্দ্রের৷ এখানে গণনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আইকার্ড পরীক্ষা করা হচ্ছে৷ মানা হচ্ছে দূরত্ববিধি৷ দেখে নেওয়া হচ্ছে কোভিড রিপোর্ট৷ স্ট্রং রুমে ঢোকার জন্য প্রার্থীদের আহ্বান জানানো হচ্ছে৷ এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাভেদ খান৷ এখানে ৩০টি টেবিল রয়েছে৷ রয়েছে ৪২০টি বুথ৷ এখানে ত্রিস্তরীয় নিরাপত্তার উপর জোড় দেওয়া হয়েছে৷ 

এবার দেখা যাক মালদার পরিস্থিতি৷ মালদা কলেজে ভোট গণনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরীক্ষা করে ঢোকানো হচ্ছে৷ মোবাইল ফোন নিয়ে নেওয়া হচ্ছে৷ কিন্তু এখানে দূরত্ববিধি মানা হচ্ছে না৷ হাত স্যানিটাইজ করা হচ্ছে না৷ এখানে ইংরেজবাজার,  মালদা ও মুথাবাড়ি কেন্দ্রের গণনা হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =