রাজ্যে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, প্রতি ঘণ্টায় মৃত্যু ৪ জনের

রাজ্যে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, প্রতি ঘণ্টায় মৃত্যু ৪ জনের

কলকাতা: বাংলায় ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি৷ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা রাজ্য তথা গোটা দেশ৷ ঝড়ের গতিতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ দৈনিক মৃত্যুতেও নয়া রেকর্ড রাজ্যে৷ গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু হয়েছে৷ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১০৩ জন৷ অর্থাৎ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে বাংলায়৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৪৪৭ জন৷ 

আরও পড়ুন- বিয়ে বাড়িতে হোক বা অনুষ্ঠান, নিমন্ত্রিতের সংখ্যা বেঁধে দিল নবান্ন

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১২ জন৷  রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৪৫ হাজার ৮৭৮ জন৷ পাশাপাশি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৭৪ জন। রাজ্যে সুস্থতার হার ৮৪.৮৬ শতাংশ৷ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগণা৷ গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৮৫ জন৷ মৃত্যু হয়েছে ১৯ জনের৷ উত্তর ২৪ পরগণায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৩৪৷ এই জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের৷ 

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ৭ লক্ষ ১৭ হাজার ৭৭২ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৬৫৯ জন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে আংশিক লকডাউন জারি করা হয়েছে৷ সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ বেঁধে দেওয়া হয়েছে বিয়ে বাড়ির আমন্ত্রিতের সংখ্যা৷ 

আরও পড়ুন- ফল ঘোষণার পরেই থেমে যাবে গুলির শব্দ, আসছে নতুন সরকার’, আত্মবিশ্বাসী দিলীপ

অন্যদিকে, দেশের অন্যান্য রাজ্যেও করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন মানুষ৷ মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। পাশাপাশি করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৯ হাজার ৯৮৮ জন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *