কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিগত কয়েক মাস ধরে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। কখনো কখনো তাঁর বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ তোলা হয়েছে, কখনো আবার বিজেপির সুরে সুর মিলিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে জল্পনা উদ্দীপক মন্তব্য করেছেন তিনি। এবার আরো একবার বিতর্কে জড়ালেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ! এই বক্তব্যের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। যদিও সেটার সত্যতা যাচাই করেনি আজ বিকেল।
ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গিয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের সঙ্গে বৈঠক করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই বৈঠকে তাঁকে নাকি বলতে শোনা যায়, “বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করে দিয়ে যাব”! এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন বিদ্যুৎ চক্রবর্তী। তিনি দাবি করেছেন, বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চোর-ডাকাতের আড্ডা হয়ে গেছে। এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের নামও করেন তিনি। এই অডিও ক্লিপে বিদ্যুৎ চক্রবর্তী আরও দাবি করে বলেছেন, তিনি উপাচার্য হয়ে আসার পর বহু লোকের অসুবিধা হচ্ছে তাই জন্য বারবার বিতর্ক হচ্ছে। একই সঙ্গে কয়েকজন অধ্যাপককে কটুক্তি করতে শোনা যায় তাঁকে। এই অডিও ক্লিপ ভাইরাল হতেই এখন ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছে চারিদিকে। স্বাভাবিকভাবেই শিক্ষকদের একাংশ ব্যাপক সমালোচনা করছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর।
আরও পড়ুন- করোনা টিকা চাইছি, কিন্তু মোদী দিচ্ছে না! বিস্ফোরক অভিযোগ মমতার
এর আগে জমি দখলের মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে কার্যত সংঘাত লাগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। তখন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অমর্ত্য সেনের সমর্থনে আওয়াজ তুলেছিলেন। এমনকি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিতে হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদকে। যদিও তখন রীতিমত ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানিয়েছিলেন, অমর্ত্য সেনের মতো মানুষকে হেনস্তা করার কোন ইচ্ছাই তাঁর নেই, আর কোনও প্রয়োজনও নেই।