বোলপুর: নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি নিয়ে বিতর্ক ক্রমশ আরও গভীর হচ্ছে। সোমবারই অর্থনীতিবিদের বোলপুরের বাড়ি ‘প্রতীচী’তে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অমর্ত্য সেনের থেকে বাড়ির নথিপত্র দেখেছিলেন এবং স্পষ্ট বলেছিলেন নথি ঠিকই আছে। অর্থাৎ অমর্ত্য সেনকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন তিনি। ঠিক তার পরেই আবার বিস্ফোরক মন্তব্য করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর দাবি, যে কাগজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন তা প্রাসঙ্গিক নয়।
আরও পড়ুন: কয়েকজন মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে! ক্ষোভ প্রকাশ বিচারপতির
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য, অমর্ত্য সেন তাঁদের ১৩ ডেসিম্যাল জমি দখল করে রেখেছেন। এই দাবি থেকে তারা নড়তে চাইছেন না। এদিকে বাড়ির নথি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই নিশানা করে বসেছেন বিশ্বভারতীর উপাচার্য। এক্ষেত্রে তাঁর দাবি, সরকার পক্ষ, প্রশাসন এবং বিশ্বভারতীর লোকজনের উপস্থিতিতে জমির মাপ নেওয়া হোক, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। রাজ্যে কীভাবে কাগজ তৈরি হয়, সেটা সবাই জানে। বিদ্যুতের আরও দাবি, বিশ্বভারতীর ‘বিপুল পরিমাণ’ জমি দখল হয়ে গিয়েছে। নিয়ম মেনে সেগুলি উদ্ধারের চেষ্টা করছেন তিনি। তাই এই প্রেক্ষিতে তিনি অমর্ত্য সেনকে আর্জি জানিয়েছেন যাতে তিনি জমি ফেরত দিয়ে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পুলিশকে ‘দু টাকার চাকর’ কটাক্ষ! TMC MLA Giasuddin Molla misbehaves with senior cop” width=”560″>
প্রসঙ্গত, সোমবার অর্মত্য সেনের বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, জমি নিয়ে যে দাবি করা হচ্ছে তা মিথ্যে। এমনকি পরিস্থিতি দেখে অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয়, আগেই তাঁর বাড়ির প্রবেশপথে বসানো হয়েছিল ‘মেটাল ডিটেক্টর’।