×

কয়েকজন মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে! ক্ষোভ প্রকাশ বিচারপতির

 
অভিজিৎ

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর নির্দেশেই তদন্ত করছে ইডি, সিবিআই। আর তার জেরেই নিয়োগ কাণ্ডে একাধিক গ্রেফতারি হয়েছে রাজ্যে যাদের মধ্যে আছে তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বও। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি আরও একবার নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বড় মন্তব্য করলেন। বললেন, কয়েকজন মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে! কিন্তু কোন প্রসঙ্গে এই কথা বললেন তিনি? 

আরও পড়ুন-  জিটিএ চুক্তি প্রত্যাহার গোর্খা জনমুক্তি মোর্চার, কোন পথে পাহাড়?

কিছুদিন আগেই তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগ এসেছে গ্রেফতার হওয়া প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের থেকে। সোমবার আদালতে সেই কুন্তলের নাম উঠতেই বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এজলাসেই তিনি প্রশ্ন করেন, কয়েক জন দুষ্কৃতী মিলে কি রাজ্যটাকে ধ্বংস করে দেবে? এটা কী হচ্ছে? যদিও কুন্তল ঘোষের মামলা তাঁর এজলাসে আসেনি। কিন্তু আদালতে তাঁর প্রসঙ্গ উঠতেই কার্যত ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি বিচারপতিকে এও জানান হয় যে, কুন্তল ঘোষের বাড়ি থেকে বহু ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। সেই প্রেক্ষিতে কুন্তলের বিষয়ে ইডির কাছে তিনি জানতে চাইবেন বলে জানিয়েছেন বিচারপতি।

ইতিমধ্যে খবর, ইডি কুন্তলকে জেরা করে জানতে পেরেছে যে তাঁর মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলে অন্তত ৩৫ জনের চাকরি হয়েছে। দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় এই চাকরিগুলি পাওয়ানো হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, কুন্তল নাকি নিজের স্বীকার করেছেন যে, চাকরিপ্রার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় তাঁর একার পক্ষে সকলের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছিল না৷ ফলে বিভিন্ন পদে চাকরির জন্য আলাদা আলাদা এজেন্ট নিয়োগ হয়েছিল। তাঁরাই চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের যোগাযোগ রক্ষা করতেন৷ 

From around the web

Education

Headlines