বাবাও চাকরি দিয়েছিলেন অনেককে! বিস্ফোরক বাম আমলের মন্ত্রী-পুত্র উদয়ন

বাবাও চাকরি দিয়েছিলেন অনেককে! বিস্ফোরক বাম আমলের মন্ত্রী-পুত্র উদয়ন

কলকাতা: বাম আমলে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তা প্রমাণ করতে কার্যত মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস সরকার। ইতিমধ্যেই একাধিক দাবি করা হয়েছে বাম নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রীদের নিয়ে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বড় দাবি করেছেন বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীকে নিয়ে। তাঁর নিয়োগ নাকি সঠিকভাবে হয়নি। এবার নিয়োগ দুর্নীতিতে বাবার ভূমিকাকেই কাঠগড়ায় দাঁড় করালেন পুত্র। কথা হচ্ছে বাম আমলের কৃষিমন্ত্রী কমল গুহ এবং তাঁর পুত্র তথা বর্তমান সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। বিস্ফোরক এক মন্তব্য করেছেন তিনি। 

আরও পড়ুন- বেতন, সামাজিক সুরক্ষা নেই! ধর্নামঞ্চে অসুস্থ এক আন্দোলনকারী, সরকারকে হুঁশিয়ারি NSQF-এর

সিপিএম আমলে যে বেআইনি চাকরি হয়েছে তা বোঝাতে নিজের বাবার প্রসঙ্গ টানলেন উদয়ন। তাঁর কথায়, দলের স্বার্থে ‘দুর্নীতি’ করেছেন তাঁর বাবাও, অনেককেই সেই সময় চাকরি করিয়ে দিয়েছেন! স্বাভাবিকভাবেই উদয়নের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে সিপিএম। তাদের বক্তব্য, চরম হতাশা থেকেই এমন মন্তব্য করতে হচ্ছে তৃণমূল নেতাদের। দলের নেতা-মন্ত্রীরা যা করেছেন তা বৈধ বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তবে উদয়ন এমন মন্তব্য করে নিজেকে ছোট করেছেন না বাবাকে সেই প্রশ্ন তুলে দিয়েছে বাম নেতৃত্ব। আসলে রাজ্যের মন্ত্রী যা বলেছেন যা নিতান্তই বিস্ফোরক।