বেতন, সামাজিক সুরক্ষা নেই! ধর্নামঞ্চে অসুস্থ এক আন্দোলনকারী, সরকারকে হুঁশিয়ারি NSQF-এর

বেতন, সামাজিক সুরক্ষা নেই! ধর্নামঞ্চে অসুস্থ এক আন্দোলনকারী, সরকারকে হুঁশিয়ারি NSQF-এর

কলকাতা: ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গের ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা এনএসকিউএফ ল্যাব অ্যাসিস্ট্যান্ট। দীর্ঘ সময় ধরেই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন নিয়োগ ইস্যুতে। সেই অবস্থান মঞ্চেই এদিন অসুস্থ হয়ে পড়েন একজন। অভিযোগ, প্রাথমিকভাবে প্রশাসনের তরফ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। পরে অবশ্য উদ্যোগ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় কর্মীকে। 

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর মউ স্বাক্ষর দোরগোড়ায়, শহরে শাখা প্রায় নিশ্চিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের

জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে চৈতালি সরকার এই অবস্থান মঞ্চে এসেছিলেন। পরে তিনিই অসুস্থ হয়ে পড়েন। দাবি, প্রথমে প্রশাসন থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি, পরবর্তীতে প্রশাসন থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় এবং চৈতালীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। চৈতালি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট উচ্চ বিদ্যালয়ে রিটেল বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। এনএসকিউএফ-এর মূল অভিযোগ, যাঁরা বৃত্তিমূলক শিক্ষক হিসেবে বর্তমানে কর্মরত আছেন তাঁরাও মাসের বেতন মাসে পাচ্ছেন না, এদিকে সামাজিক সুরক্ষা নেই, যখন তখন ছাঁটাই করে দেওয়ার হুমকি মেলে। 

আরও পড়ুন- কোথায় কেষ্ট-কন্যা? বোলপুর ছেড়েছেন, পৌঁছলেন না দিল্লি, ইমেল পাঠিয়ে অন্তরালে সুকন্যা

খোদ চৈতালি জানান, মুখ্যমন্ত্রীর কাছ থেকে উত্তরের আশায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এসে কলকাতার অবস্থান মঞ্চে এসেছিলেন তিনি, কিন্তু কোনও সুরাহা মিলছে না। এইভাবে পরিবার ছেড়ে রাস্তায় রাস্তায় থাকতে আর ভালো লাগছে না, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বারংবার। তাঁর কথায়, তারা সবাই যোগ্য, তাই অবিলম্বে যেন মুখ্যমন্ত্রী তাদের বকেয়া বেতন সহ বিদ্যালয়ে পুনর্বহাল ও সকলের ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করুন, এমনই দাবি তাঁর। এদিকে পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবার সংগঠনের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, “১০ বছর ধরে এই সমস্যা চলছে। স্থায়ী বিষয়ে অস্থায়ীভাবে নিয়োগ করে দুর্নীতি হচ্ছে সব জেনেও মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। আমাদের সমস্যার সমাধান চাই অবিলম্বে।”