কলকাতা: সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য জোড় তর্জা৷ এরই মধ্যে মঙ্গলবার বিধানসভায় এই বিষয়ে আলোচনা চলার সময় বিতর্কিত মন্তব্য করে বসেন উদয়ন গুহ৷ বিএসএফ-এর বিরুদ্ধে রীতিমতো অশ্লীল অভিযোগ তোলেন তিনি৷ যার জেরে সরগরম হয়ে ওঠে অধিবেশন৷ প্রসঙ্গত, গতকালই বিধানসভায় পাশ হয়ে গিয়েছে বিএসএফের কাজের পরিধি বৃদ্ধি বিরোধী প্রস্তাব।
আরও পড়ুন-‘যাঁদের স্ট্যাম্প–প্যাড আছে, তাঁদের কথা মতো চলতেই হবে পুলিশকে’, হুঁশিয়ারি মন্ত্রী পত্নীর
গতকাল বিধানসভায় উদয়ন বলেন, “বিএসএফের অত্যাচার চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সীমান্তবর্তী এলাকার মানুষকে জিজ্ঞাসা করুন, তাঁরা এটা ভালো করেই জানে। বিএসএফের এক্তিয়ার বাড়িয়ে দিয়ে রাজ্যে দ্বৈত শাসন প্রক্রিয়া চালানোর চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার।’’ এর পরেই বোমা ফাটান তিনি৷ দিনহাটার বিধায়ক বলেন, “তল্লাশির নামে ৮-১০ বছরের ছেলের সামনে বাবাকে কান ধরে ওঠবস করানো হয়৷ তার মায়ের গোপন জায়াগায় হাত দেওয়া হয়। এই সব দখার পর ওই ছেলে কোনও দিনও দেশপ্রেমিক হতে পারে না। ওর কানের কাছে যতই ‘ভারত মাতা কি জয়’ বলা হোক, তার মনে দেশপ্রেম তৈরি হয় না৷’’
উদয়নের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি৷ বিএসএফ-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে তাদের অপমান করা হচ্ছে বলে সোচ্চার হন তাঁরা৷ এই মন্তব্যের প্রতিবাদে বিধানসভা কক্ষে হুলুস্থুল বেঁধে যায়৷ দুই পক্ষকে শান্ত করতে হস্তক্ষেপ করতে হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি বিধায়কদের থামিয়ে উদয়নকে হালকা ধমকও দেন তিনি। এর পরেই তৃণমূল বিধায়কের বক্তব্যের বেশ খানিকটা অংশ রেকর্ড থেকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।
উদয়ন গুহর মন্তব্যের বিরোধিতা করে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল বিধায়কের এই বক্তব্য দেশদ্রোহিতার সমান। সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যেও। উদয়নের মন্তব্যের তীব্র বিরোধিতা জানাো হয়েছে বিএসএফ-এর তরফেও৷