‘যাঁদের স্ট্যাম্প–প্যাড আছে, তাঁদের কথা মতো চলতেই হবে পুলিশকে’, হুঁশিয়ারি মন্ত্রী পত্নীর

‘যাঁদের স্ট্যাম্প–প্যাড আছে, তাঁদের কথা মতো চলতেই হবে পুলিশকে’, হুঁশিয়ারি মন্ত্রী পত্নীর

কলকাতা:  রাজ্যে পুলিশ-প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে৷ বহু দিন আগে থেকেই এই অভিযোগ করে আসছেন বিরোধীরা৷ সেই অভিযোগ যে নেহাতই অমূলক নয়, তা প্রমাণ করে দিলেন মন্ত্রী-জায়া৷ পাঁশকুড়া পুরসভার বিদায়ী পুরপ্রধান তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্রের মন্তব্য শুনে অনেকেই হতবাক৷  পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক সভা মঞ্চে এসে তাঁর বক্তব্য, ‘যাঁদের স্ট্যাম্প-প্যাড আছে, তাঁদের কথা মতো চলতে হবে৷ কিন্তু পুলিশ কথা শুনছে না৷’ তাঁর এই ‘অনুযোগ’ শুনে বিঁধল বিজেপি৷ 

আরও পড়ুন- GTA-তে কোটি টাকার দুর্নীতি হয়েছে! মমতা-অমিতের কাছে জবাব চাইলেন রাজ্যপাল

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় তৃণমূলের এক সভা থেকে পুলিশকে কার্যত হুমকি দিলেন মন্ত্রী পত্নী তথা পাঁশকুড়া পুরসভার কাউন্সিলর সুমনা মহাপাত্র। পাঁশকুড়া থানার আইসি তৃণমূলের কথামতো চলছেন না বলেও ক্ষোভ উগড়ে দেন তিনি৷ তিনি বলেন, ‘এলাকায় শান্তি-শৃঙ্খাল বজায় রাখাটাই পুলিশের কাজ। মনে রাখবেন, আপনারা মা-মাটি-মানুষের সরকারের কর্মী। যাঁদের স্ট্যাম্প – প্যাড রয়েছে তাঁদের কথামতো চলতে হবেই। নইলে প্রতিবাদ হবে।’ 

তাঁর আরও অভিযোগ, মানুষের সঙ্গে অকারণে দুর্ব্যবহার করে পুলিশ। এই রকম দুর্ব্যবহার বা ঘুষ নেওয়ার মতো অপরাধ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না৷ পাঁশকুড়া থানার আইসির উদ্দেশে পাঁশকুড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা পাঁশকুড়া শহর মহিলা তৃণমূল নেত্রী সুমন মহাপাত্র বলেন, “আইসিকে বলেছি, সাহেব, আপনি মানুষের সঙ্গে একটু মানবিক আচরণ করবেন। একটু মুখে মধু রেখে কথা বলবেন। ওঁনার অফিসারদেরও বলেছি”। 

সেই সঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশে সুমনার বার্তা, ‘পুলিশকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনারা কোনও ভুল করে ফেললে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন। সুবিচার না পেলে আমরা আছি।’

প্রকাশ্য মঞ্চে মন্ত্রীর পত্নীর এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির এক স্থানীয় নেতা বলেন, ‘ওঁর আচরণে আমাদের অভিযোগই প্রমাণিত হল। তৃণমূলের হাতে যে পুলিশ রয়েছে, তা প্রকাশ্যে বলে দিলেন মন্ত্রীর স্ত্রী।’
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *