‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম, পাইনি’, হাসপাতাল থেকে বেরিয়ে বললেন পার্থ

‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম, পাইনি’, হাসপাতাল থেকে বেরিয়ে বললেন পার্থ

8b1b4adda1821fc7ad4791b828b07e3c

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শনিবার সকালে গ্রেফতার করার পরই তাঁকে জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বেরনোর পরই তাঁকে প্রশ্ন করা হয়, দলনেত্রীর সঙ্গে কথা হয়েছিল? জবাবে পার্থ বলেন, যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি৷   

আরও পড়ুন- SSC কেলেঙ্কারিতে গ্রেফতার পার্থ, কোথা থেকে শুরু তাঁর রাজনীতির কেরিয়ার

কেন তিনি নেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারলেন না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়৷ যান্ত্রিক ত্রুটি না অন্য কোনও কারণ? তবে এসএসসি কেলেঙ্কারিতে তাঁর গ্রেফতারির পর যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে, সেটি হল মন্ত্রিত্ব থেকে বা দলের পদ থেকে কি সরানো হবে পার্থকে? এ প্রসঙ্গে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি দল৷ তবে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হওয়ার পরই কুণাল ঘোষ টুইটে লেখেন, এই টাকার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই৷ অর্থাৎ, পার্থের সঙ্গে যে একটা ‘দূরত্ব’ তৈরি করতে চাইছে তৃণমূল, সেটা মোটামুটি স্পষ্ট।  পাশাপাশি এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত দল নেবে বলেও জানান তিনি৷