SSC কেলেঙ্কারিতে গ্রেফতার পার্থ, কোথা থেকে শুরু তাঁর রাজনীতির কেরিয়ার

SSC কেলেঙ্কারিতে গ্রেফতার পার্থ, কোথা থেকে শুরু তাঁর রাজনীতির কেরিয়ার

9249e48ecae802b813fb0543301a8b0e

কলকাতা:  স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শুক্রবার রাতে মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড় থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ শুক্রবার সকাল থেকে প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ 

আরও পড়ুন- ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম, পাইনি’, হাসপাতাল থেকে বেরিয়ে বললেন পার্থ

১৯৫২ সালের ৬ অক্টোবর কলকাতায় জন্ম পার্থ চট্টোপাধ্যায়ের। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন তিনি। তারপর আসুতোষ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে রাজ্যের শিল্পমন্ত্রীর৷ তিনি অ্যান্ড্রু ইউল সংস্থার এইচআর প্রফেশনালও ছিলেন।

২০০১ সালে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথম বিধানসভায় পা রাখেন পার্থ চট্টোপাধ্যায়৷  রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার আগে ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পার্থ ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা৷ ২০১১ সালে ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস৷ ওই বছর বেহালা পশ্চিম থেকেই ৫৯,০২১ ভোটের ব্যবধানে জিতে তৃতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হন পার্থ চট্টোপাধ্যায়। এর পর পশ্চিমবঙ্গ রাজ্যসভার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তিনি।

জন্মলগ্ন থেকেই তৃণমূলের সঙ্গে রয়েছেন পার্থ৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রথম সারির বলিষ্ঠ নেতা তিনি। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস৷ সরকার গঠনের পর তিনি রাজ্যের উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষা বিভাগের মন্ত্রী নির্বাচিত হন। একুশের বিধানসভায় ফের বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল৷ তাঁকে রাজ্যের শিল্পমন্ত্রীর দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি দলের মহাসচিবও বটে৷ দলীয় কাঠামোয় যা তৃণমূলের সভানেত্রীর ঠিক পরেই।