গড়িমসি নয়, সঠিক সময়ে উপনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

গড়িমসি নয়, সঠিক সময়ে উপনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

কলকাতা:  সঠিক সময়ে উপনির্বাচনের দাবিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস৷ প্রচারের জন্য ৭ দিন সময় দিয়ে উপনির্বাচন করা হোক৷ এমনটাই দাবি রাজ্যের শাসক দলের৷ উপনির্বাচন নিয়ে যাতে কোনও গড়িমসি না করা হয়, সেই দাবি তুলেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস৷    

আরও পড়ুন- ডেডলাইন ৪ দিন! ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা দিতেই হবে, নির্দেশ নবান্নের

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ৭টি উপনির্বাচন রয়েছে৷ নভেম্বরের ৫ তারিখের মধ্যে এই নির্বাচন করতে হবে৷ ফল প্রকাশের ৬ মাসের মধ্যে এই উপনির্বাচন করাই নিয়ম৷ তাই সময় মতো যাতে উপনির্বাচন হয়, তার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূলের একটি সংসদীয় প্রতিনিধি দল৷ আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে গিয়ে এই বিষয়ে কথা বলবেন তাঁরা৷ তৃণমূলের বক্তব্য, সঠিক সময়ে নির্বাচন করতে হবে৷ বর্তমানে বাংলার করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে৷ তবে করোনা পরিস্থিতিতে প্রচারের জন্য বেশি সময়ের প্রয়োজন নেই৷ প্রচারের জন্য ৭ দিন সময়সীমা দেওয়া হোক৷ অন্যদিকে তৃণমূলের আশঙ্কা, উপনির্বাচন নিয়ে রাজনৈতিক ষড়়যন্ত্র হতে পারে৷ ভোট করানো নিয়ে গড়িমসি করা হতে পারে৷ তাই আগে থেকেই তৃণমূলের প্রতিনিধি দল কমিশনে যাচ্ছে৷ 

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা: নিহত BJP কর্মীর DNA পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট

পাশাপাশি রাজ্যসভার নির্বাচনের জন্যেও প্রস্তুত রয়েছে রাজ্য৷ নির্বাচন কমিশনকে সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে৷ উপনির্বাচন প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, সঠিক সময়ে উপনির্বাচন হোক, সেটা বিজেপি চায়৷ আমরা চাই মানুষ তাঁর জনপ্রতিনিধিকে নির্দিষ্ট সময় পাক৷ তবে তৃণমূল কংগ্রেস ফাঁকা মাঠে গোল করতে চাইছে৷ তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের ঘরছাড়া করেছে৷ মানুষকে রেশন থেকে বঞ্চিত করেছে৷ ভ্যাকসিনের ক্ষেত্রে প্রতিহিংসামূলক আচরণ করেছে৷ জরিমানা দিয়ে ঘরে ফিরতে হচ্ছে৷ বিভিন্ন জায়গায় মাথা কামিয়ে তৃণমূলে ফিরেছেন কর্মীরা৷ পুলিশ নীরব দর্শক৷ তাঁর কথায়, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে৷ মানুষ যদি অবাধে ভোট দিতেই না পারে, তাহলে মনে করি নির্বাচনের পরিস্থিতি নেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *