কলকাতা: ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ত্রাণ দেওয়ার কাজ শুরু করেছিল রাজ্য সরকার। গত ৭ জুলাইয়ের মধ্যে সব ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত সবার কাছে ক্ষতিপূরণের টাকা পৌঁছয়নি। এই আবহে কড়া নির্দেশ দেওয়া হল নবান্নের তরফে। স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে আগামী ৪ দিন অর্থাৎ ১৭ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে হবে। ইতিমধ্যে দেড় লক্ষ মানুষ ক্ষতিপূরণ পেয়ে গেলেও অনেকেই পাননি। তাই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নবান্ন। গত ১ জুলাই থেকে সরকারের ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্প শুরু হয়েছিল।
জানা গিয়েছে, রাজ্যের অনেক জেলায় এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের ফলে আবহাওয়া ঠিক হয়নি। সেই কারণে আবেদনপত্র খতিয়ে দেখার কাজ ব্যাহত হয়েছে। এই কারণে সঠিক সময়ে ক্ষতিপূরণের টাকা দেওয়া সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। তবে আগামী চার দিনের মধ্যে যাতে সেই সমস্যার সমাধান হয়ে যায় তার দিকেই নজর দিয়েছে রাজ্য সরকার। আসলে ঘূর্ণিঝড় আমফানের থেকে শিক্ষা নিয়ে ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার এবং ঘোষণা করা হয়েছিল ৭ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সকলে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। যদিও এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি। এর পাশাপাশি এও ঘোষণা করা হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রাণের ত্রিপল এবং খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। কিন্তু বিরোধী দল বিজেপি অভিযোগ তুলছে তাকে যে রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রিপল এবং খাদ্য সামগ্রী চুরি করছে শাসক দলের নেতারা। সামগ্রিকভাবে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। যদিও পরবর্তী ক্ষেত্রে ত্রাণ বন্টনে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন- দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল নেতা, প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ মঙ্গলকোটে
ত্রাণের ব্যাপারে ঘোষণা করার পর গত জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে আবেদন জমা নেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে যাচাইয়ের কাজ হয় জুন মাসের শেষ দিন পর্যন্ত। তবে এখনো পর্যন্ত অনেক ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। যাচাইয়ের কাজ দেরী হবার জন্যই এই ঘটনা ঘটেছে। তাই এখন আগামী চার দিনের মধ্যে করার ব্যবস্থা করে সেই সব ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণের টাকা দিতে উদ্যোগ নিল নবান্ন।