বিশ্বভারতীতে উড়ল তৃণমূলের পতাকা, অভিযোগ পড়ল পুলিশ-প্রশাসনের কাছে

বিশ্বভারতীতে উড়ল তৃণমূলের পতাকা, অভিযোগ পড়ল পুলিশ-প্রশাসনের কাছে

1c5575f8a9711be18eb5645dcdc76212

বোলপুর:  অমিত শাহকে পাল্টা দিয়ে আজ বোলপুরে ছিল তৃণমূলের পদযাত্রা৷ বোলপুরে শাসক দলের এই কর্মসূচির দিনই বিশ্বভারতীর অন্দরে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন তৃণমূলের পতাকা হাতে বিশ্ববিদ্যালয় কম্প্যাসে বেশ কিছু মানুষ জমায়েত করে বলে অভিযোগ৷ এই মর্মে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছে বিশ্বভারতী৷ অভিযাগ দায়ের করা হয়েছে শান্তিনিকেতন থানাতেও৷ 

আরও পড়ুন- মমতার পাশে পাশে ‘কেষ্ট’কে দেখা গেল না আজ! কটাক্ষ শুরু বিরোধীদের

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার আগে বিশ্বভারতী ক্যাম্পাসে তৃণমূলের পতাকা হাতে ঢুকে পড়ে বেশ কিছু মানুষ৷ বেআইনি ভাবে ক্যাম্পাসের ভিতরে জমায়েত করে তারা৷ বিভিন্ন জায়গায় লাগানো হয় তৃণমূলের পতাকা৷ বিষয়টি বিশ্বভারতী কর্তৃপক্ষের নজরে আসতেই পুলিশ-প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়৷ এই ঘটনার পরই শাসকদলকে একহাত নেন বিশ্বভারতীয় প্রাক্তন অধ্যাপক তথা বিজেপি নেতা অনুপম হাজরা৷ তিনি বলেন, ‘‘আমরা বিশ্বভারতীতে পড়াশোনা করেছি৷ এখানে বেড়ে উঠেছি৷ কিন্তু কোনও দিনও দেখিনি বহিরাগতরা এসে এভাবে রাজনৈতিক পতাকা দিয়ে বিশ্বভারতীকে ঢেকে দিয়েছে৷ তৃণমূল যে বিশ্বভারতীয় সংস্কৃতি কতটা বোঝে এদিনেই ঘটনাই তার বড় প্রমাণ৷’’

পাল্টা দাবি জানিয়ে তৃণমূলের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে পিডব্লিউডি-র রাস্তা রয়েছে৷ সেখান দিয়ে কেউ দলীয় পতাকা হাতে নিয়ে আসতেই পারে৷ এতে অপরাধের কিছু নেই৷ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেউ পতাকা হাতে ঢোকেনি৷  প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পিডব্লিউডি’র তৈরি ওই রাস্তাটি বিশ্বভারতীর নিয়ন্ত্রণে ছিল৷ কিন্তু সোমবার ওই রাস্তার নিয়ন্ত্রণ ফেরে নিজেদের হাতে তুলে নেয় রাজ্য সরকার৷ আর মঙ্গলবারই সেখানে দলীয় পতাকা হাতে অবৈধ জমায়েতের অভিযোগ উঠল৷ 

আরও পড়ুন- ‘অনেকে তো কর্মসূচি ঘোষণা করে পগাড়পার’, নেত্রীকে খোঁচা শুভেন্দুর

এদিন, বোলপুরের সভা থেকে বিশ্বভারতীর উপাচার্যকেও বেনজির আক্রমণ শানান মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘বিশ্বভারতী দাঙ্গার কেন্দ্রে পরিণত হয়েছে৷ বিশ্বভারতী কি আর উপাচার্য পায়নি? বেছে বেছে একেবারে মার্কা মারা, বিজেপির স্ট্যাম্প মারা,  অনলাইনে স্ট্যাম্প মারা বিজেপির একজনকে নিয়ে আসা হয়েছে৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *