BREAKING: মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে সুস্মিতা দেব, রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের

BREAKING: মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে সুস্মিতা দেব, রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের

নয়াদিল্লি:  রাজ্যসভায় সাংসদ নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করল ঘাসফুল শিবির৷ মানস ভুঁইয়ার ফাঁকা আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূস৷ উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন মানস ভুঁইয়া৷ ১০ মে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন৷  

আরও পড়ুন- শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

আগামী ৪ঠা অক্টোবর রাজ্যসভার উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ পশ্চিমবঙ্গ সহ মোট পাঁচটি রাজ্যে ৬টি রাজ্যসভা আসন ফাঁকা রয়েছে৷ এই ৬ আসনে ভোট হবে ৪ অক্টোবর৷ ওই দিনই ভোট গনণা হবে৷ রাজ্যসভার ভোটে সুস্মিতা দেবকে প্রার্থী ঘোষণা করল তৃণমূল৷  উল্লখ্য, কিছু দিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুস্মিতা দেব৷ উত্তর-পূর্বের রাজ্যে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি৷ তৃণমূলে যোগ দেওয়ার পর অসম ও ত্রিপুরায় দলের হয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছন সুস্মিতা৷ তাঁকেই এবার মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভার প্রার্থী করা হল৷ মঙ্গলবার তৃণমূলের তরফে টুইট করে সে কথা ঘোষণা করা হয়৷

আরও পড়ুন- যোগী পথ দেখাচ্ছেন দেশকে! আদিত্যনাথকে ‘লেটার মার্কস’ মোদীর

প্রসঙ্গত, মানস ভুঁইয়া বিধানসভা ভোটে জিতে বিধায়ক ও মন্ত্রী হয়েছেন৷ ভোটে জেতার পরেই মে মাসে তিনি নিজের রাজ্যসভার আসনটি ছেড়ে দেন৷ এদিকে,  তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত ত্রিপুরা যাচ্ছেন সুস্মিতা। রাজনীতির কারবারিদের মতে, ত্রিপুরায় বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা-অভিষেকের প্রধান হাতিয়ার হতে পারেন শিলচরের এই বাঙালি নেত্রী৷ এবার সংসদেও তৃণমূলের হয়ে সোচ্চার হবেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =