মেদিনীপুর: বঙ্গ রাজনীতির আঙিনায় ছন্দপতন৷ ক্ষুব্ধ শুভেন্দু অধিকারীর সঙ্গে অরাজনৈতিক মঞ্চে ‘দিদির অনুগামী’ এবার রাজ্যের ত্রিদিব চট্টোপাধ্যায়৷ একই অনুষ্ঠানে হাজির হলেন শুভেন্দু ও সস্ত্রীক ত্রিদিব৷ তাঁদের সহাবস্থানে শুরু হয়েছে কানাঘুষো৷ মাথাচাড়া দিচ্ছে অন্য জল্পনা৷
আরও পড়ুন- রাজনীতি থেকে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, তৃণমূলের রিপোর্ট কার্ড তুলে তুলোধোনা
ত্রিদিব চট্টোপাধ্যায় ‘দিদির অনুগামী’ হিসাবেই পরিচিত৷ কিন্তু শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থান ঠিক এর বিপরীত মেরুতে৷ ইতিমধ্যেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ তাঁর দলত্যাগ এখন শুধু সময়ের অপেক্ষা৷ এরই মধ্যে শুভেন্দুর পাশে ত্রিদিবের অবস্থান নতুন করে জল্পনা উস্কে দিল৷ হঠাৎ করে মমতার কাছের মানুষ শুভেন্দুর পাশে কী করছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ তবে কি আগামী দিনে ফের বদল আসতে চলেছে তাঁর রাজনৈতিক জীবনে?
বাম আমলে এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুগামী বলে সমাদৃত হতেন ত্রিদিব চট্টোপাধ্যায়৷ তৃণমূল ক্ষমতায় আসার পর বিভিন্ন ইস্যুতে বিরোধিতা করতে দেখা গিয়েছে তাঁকে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনাও করেছেন তিনি৷ পরে তিনি যোগ দেন তৃণমূলে৷ সময়ের স্রোতে সেই ত্রিদিব চট্টোপাধ্যায়ই হয়ে ওঠেন ‘দিদির অনুগামী’৷ হয়ে ওঠেন তৃণমূলের এক বিশ্বস্ত যোদ্ধা৷ যিনি বই প্রেমিক হিসাবেও বেশ পরিচিত৷ বইমেয়ার দায়িত্ব তাঁর উপরেই সঁপেছিলেন মুখ্যমন্ত্রী৷ ত্রিদিব চট্টোপাধ্যায়ের সঙ্গে এই দায়িত্ব সামলাতেন সুধাংশু দে৷ তবে রবিবারের ঘটনা সব রসায়ন বদেল দিতে পারে বলেই রাজনৈতিক মহলের অভিমত৷
আরও পড়ুন- অনেকটাই সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, বাড়ি ফিরে শেষ করতে চান বই লেখার কাজ
অন্যদিকে জানা গিয়েছে, ত্রিদিববাবুকে পাশে পেয়ে বেশ খুশি শুভেন্দু অধিকারী৷ তাঁর হাত ধরে বুদ্ধিজীবীদের সঙ্গেও যোগসূত্র বাড়ছে শুভেন্দু শিবিরের৷ তবে তাঁদের এই সমীকরণে দুশ্চিন্তার চওড়া ভাজ পড়েছে তৃণমূলের কপালে৷ তবে কি ফের বদলাবে পাশা৷ উত্তর দেবে সময়৷