কলকাতা: পুজোর আগে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সুখবর৷ এবার কলকাতা পুলিশে আবেদন করতে পারবেন রূপান্তরকামীরাও৷ আদালতের নির্দেশ, কলকাতা পুলিশে নিয়োগ সংক্রান্ত ফর্মে রূপান্তরকামীদের জন্যে নির্দিষ্ট কলাম রাখতে হবে৷ একটি মামলার পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের৷ আদালতের এই নির্দেশের পর কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর বা লেডি সাব ইন্সপেক্টর (অস্ত্রবিহীন শাখা) পদে আবেদনে আর কোনও বাধা রইল না রূপান্তরকামীদের কাছে৷
আরও পড়ুন- দিলীপ ঘোষের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ! এবার কি BJP ছাড়তে চলেছেন হিরণ?
উল্লেখ্য, কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগের জন্য আবেদন করেছিলেন এক রূপান্তরকামী। কিন্তু ফর্মে রূপান্তরকামীদের জন্য কোনও কলাম না থাকায় সমস্যায় পড়তে হয় তাঁকে৷ এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত ৬ সেপ্টেম্বর এই বিষয়ে রাজ্য সরকারের কাছে জবাব তলব করেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়৷ সেই মামলারই শুনানি ছিল বুধবার। এই মামলার রায়ে আদালত জানায়, এবার থেকে কলকাতা পুলিশে আবেদন করতে পারবেন রূপান্তরকামীরাও।
প্রসঙ্গত, এর আগে রূপান্তরকামীদের জন্য যুগান্তকারী রায় দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট৷ তামিলনাডু ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ডকে রূপান্তরকামীদের নিয়োগের নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের ডিভিশন বেঞ্চ চাকরির আবেদনপত্রে তৃতীয় লিঙ্গের জন্য বিশেষ কলম উল্লেখের কথাও বলেছিলেন৷