দিলীপ ঘোষের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ! এবার কি BJP ছাড়তে চলেছেন হিরণ?

দিলীপ ঘোষের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ! এবার কি BJP ছাড়তে চলেছেন হিরণ?

কলকাতা:  বিধানসভা ভোটের আগে দল বদলের জোয়ারে গা ভাসিয়েছিলেন তিনিও৷ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে৷ খড়গপুর থেকে জিতে বিধায়কও হয়েছেন তিনি৷ কিন্তু বেশ কিছু দিন ধরেই বিজেপি’র সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়েছে তাঁর৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মুখ দেখাদেখি বন্ধ হয়েছে দু’জনের৷ সম্প্রতি দলের কোনও কর্মসূচিতেও আর দেখা যাচ্ছে না তাঁকে৷ যার জেরে মাথাচাড়া দিতে শুরু করেছে অন্য জল্পনা৷ শোনা যাচ্ছে এবার নাকি বিজেপি ছাড়তে চলেছেন তারকা বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ৷ 

আরও পড়ুন- আকাশপথে পরিদর্শন, ‘ম্যান মেড বন্যা’, ‘ঝড়খণ্ডের জন্য ভুগতে হচ্ছে বাংলাকে’, তোপ মমতার

দীর্ঘ দিন সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা৷ এক সময় যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পদেও দায়িত্ব সামলেছেন৷ কিন্তু ভোটের আগে তাঁর মনে হয়, দলে যোগ্য সম্মান পাচ্ছেন না তিনি৷ তাই ঘাসফুল শিবির ছেড়ে যোগ দেন গেরুয়া শিবিরে৷ বিজেপি’তে নাম লেখাতেই মেলে ‘পুরস্কার’৷ খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় তাঁকে৷ সেখান থেকে জিতেও যান৷ কিন্তু ফল প্রকাশের পর থেকেই তাল কাটতে শুরু করে৷ দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে হিরণের৷ 

পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে যে, কার্যত মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছে হিরণ ও দিলীপ ঘোষের৷ কোনও অনুষ্ঠানে এক সঙ্গে দেখাও যাচ্ছে না তাঁদের৷ যা নতুন করে উস্কে দিয়েছে তাঁর দল বদলের জল্পনা৷ যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি হিরণ৷ যদিও স্থানীয় নেতৃত্বের দাবি, দুই নেতার মধ্যে মনোমালিন্য থাকলেও দল ছাড়বেন না হিরণ৷ অন্যদিকে, হিরণ তৃণমূলে ফিরতে চাইলেও তাঁকে আর ফেরানো হবে না বলে জানিয়েছেন খড়গপুরের এক স্থানীয় নেতা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =