Aajbikel

আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ, কলকাতার আকাশে কখন দেখা যাবে গ্রহণ? জেনে নিন

 | 
চন্দ্রগ্রহণ

কলকাতা:  আজ, মঙ্গলবার বছরের শেষ চন্দ্রগ্রহণ৷ দেশ থেকে বিদেশ, পৃথিবীর নানা প্রান্ত থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। এর পর আগামী ৩ বছর আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্য হবে না।  মঙ্গলবার চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ দেখার জন্য মুখিয়ে আছেন উৎসাহী মানুষজন।

আরও পড়ুন- হঠাৎ ভিন্‌গ্রহীদের সঙ্গে মোলাকাত হলে কী বলবে মানুষ? সেই সাক্ষাতের প্রস্তুতি শুরু বিজ্ঞানীদের


ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিট থেকে গ্রহণ পর্ব শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ১১ মিনিট পর্যন্ত৷ পূর্ণগ্রাস গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরেও বেশ কিছু সময় ধরে আকাশে চাঁদের আংশিক গ্রহণ দেখা যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, পূর্ণগ্রাস গ্রহণের সর্বোচ্চ পর্যায় তৈরি হবে বিকেল ৪টে ২৯ মিনিটে। সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত চাঁদের আংশিক গ্রহণ দেখা যাবে।

ভূ-বিজ্ঞান মন্ত্রক আরও জানিয়েছে, কলকাতা, গুয়াহাটি সহ  দেশের পূর্ব প্রান্তের শহরগুলির আকাশে যখন চাঁদ উঠবে, তখন পূর্ণগ্রাস গ্রহণ চলবে। কিন্তু, রাজধানী দিল্লি-সহ মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরের আকাশে চাঁদ উঠতে উঠতে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়ে যাবে। ফলে ওই সমস্ত এলাকার বাসিন্দারা চাঁদের আংশিক গ্রহণ দেখতে পারবেন৷ 

জানা গিয়েছে, কলকাতার আকাশে মঙ্গলবার চাঁদ উঠবে বিকেল ৪টে ৫২ মিনিটে। অর্থাৎ, ১৮ থেকে ১৯ মিনিট কলকাতার আকাশে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। কলকাতা ছাড়াও চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে উত্তর পূর্বের গুয়াহাটি, আগরতলা এবং কোহিমা থেকে। ভারতের বাইরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে৷ 

আজকের গ্রহণের বিশেষত্ব হল লাল চাঁদ। নাসা জানাচ্ছে, পৃথিবীর ছায়া বা ‘আমব্রা’র জন্যই চাঁদের গায়ে এই লাল রঙ তৈরি করে। ঠিক যে কারণে সকালের আকাশ নীল দেখায় এবং সূর্যাস্তের সময় আকাশের একাংশ লালচে হয়ে যায়৷  তেমনই চাঁদের রঙও কখনও কখনও লাল হয়।

Around The Web

Trending News

You May like