আবার চালু হচ্ছে টোকেন, বিস্তারিত জানাল মেট্রো কর্তৃপক্ষ

আবার চালু হচ্ছে টোকেন, বিস্তারিত জানাল মেট্রো কর্তৃপক্ষ

কলকাতা: যাত্রীদের সুবিধায় যাবতীয় কোভিড বিধি মেনে মেট্রো রেলে আগামীকাল থেকে আবার টোকেন ব্যবস্থা চালু হতে চলেছে। ইস্ট-ওয়েস্ট এবং নর্থ-সাউথ করিডোরের সব স্টেশনে টিকিট কাউন্টার থেকে এই টোকেন পাওয়া যাবে বলে আজ মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সব টোকেন স্যানিটাইজ করেই যাত্রীদের হাতে দেওয়া হবে। সেই কারণে জনবহুল স্টেশনগুলোতে স্যানিটাইজার মেশিন বসানো হয়েছে।

আরও পড়ুন- বিয়ের ছ’মাসের মধ্যেই কোভিড কেড়ে নেয় স্বামীকে, চিকিৎসার ৪০ লক্ষ টাকা দান তরুণীর!

করোনা পরিস্থিতির মধ্যেই যখন আবার মেট্রো চালু হয়েছিল প্রথমবার, তখন থেকেই বন্ধ এই টোকেন। সেই কারণে সাধারণ মানুষের একটা বৃহৎ অংশ মেট্রো পরিষেবা উপভোগ করতে পারছে না। বিশেষ করে বয়স্করা। সে কারণেই মেট্রো কর্তৃপক্ষের কাছে টোকেন পরিষেবা চালু করার অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ তখন কোনও রকম সিদ্ধান্ত নেয়নি। কিন্তু এখন জানান হল যে, যাত্রীদের সুবিধার জন্যই আবার এই পরিষেবা ফিরিয়ে আনা হচ্ছে। আপাতত রাজ্যের করোনার পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে এসেছে। নতুন ভাবে বিধিনিষেধ রাজ্য সরকার চালু করলেও অনেক কিছুতে ছাড় দেওয়া হয়েছে। তাই যানবাহন পরিষেবা আরও বেশি স্বাভাবিক থাকবে আগের থেকে। আর শহরের যানবাহন পরিষেবার অনেকটাই নির্ভর করে মেট্রোর ওপর। তাই এই সিদ্ধান্তে খুশি মানুষ।

প্রসঙ্গত, আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিনেমা, রেস্তরাঁ, বার, জিম থেকে শুরু করে অডিটোরিয়াম সবক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত উপস্থিত থাকা যাবে। সরকারি এবং বেসরকারি অফিসের ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর হচ্ছে। বিভিন্ন সামজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধি শিথিল করে ৭৫ শতাংশ উপস্থিতি করার কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাস্তার মিটিং-মিছিলে তিনি কোনও ছাড় দেননি। সেটা আগের মতো ২০০ জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে বলেই ঘোষণা করেছেন তিনি। এছাড়াও রাত্রীকালীন কার্ফু শিথিল করে রাত ১১ টা থেকে করা হয়েছে বলে জানিয়ে দেন মমতা। অর্থাৎ এখন থেকে রাত ১০ টার পরিবর্তে ১১ টা থেকে কার্ফু শুরু হবে, যা চলবে ভোর ৫ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =