কিশোরদের বয়ঃসন্ধিকালের সমস্যা মেটাতে স্কুলে এবার ‘বন্ধুমহল’! বিশেষ উদ্যোগ রাজ্যের

কিশোরদের বয়ঃসন্ধিকালের সমস্যা মেটাতে স্কুলে এবার ‘বন্ধুমহল’! বিশেষ উদ্যোগ রাজ্যের

 কলকাতা: কন্যাশ্রীর পর কিশোরদের নিয়ে ভাবনাচিন্তা শুরু করল রাজ্য সরকার৷ শৈশব থেকে কৈশরে পা দেওয়া বয়সের সেই সন্ধিক্ষণে ছেলেদের শারীরিক ও মানসিক নানান পরিবর্তন লক্ষ্য করা যায়। যা সব সময় তারা প্রকাশ করতে পারে না৷ বয়ঃসন্ধক্ষণে কিশোররা যাতে নিঃসঙ্কোচে তাদের মনের কথা শেয়ার করতে পারে, তার জন্য রাজ্য সরকারের উদ্যোগে  স্কুলে স্কুলে তৈরি হচ্ছে ‘বন্ধুমহল’ ৷ 

আরও পড়ুন- কীভাবে বলতে পারলেন উনি? সৌগতর মন্তব্যে অতনুর বাবা ‘ভাষাহীন’

এই কর্মসূচির আওতায় স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি ক্লাব গঠন করা হবে। সেখানে একজন প্রধান এবং এক জন উপপ্রধান থাকবেন। তারাই ছোটদের বিভিন্ন বিষয়ে কিশোরদের সচেতন করবে৷ পাশাপাশি স্কুলের একজন শিক্ষক ক্লাবের সামগ্রিক বিষয়টি দেখভাল করবেন। 

ইতিমধ্যেই পাইলট প্রকল্প হিসাবে পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের তরফ জেলার বিভিন্ন স্কুলে ‘বন্ধু মহল’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে ক্লাবের সদস্য এবং পড়ুয়াদের মানসিক ও শারীরিক বিভিন্ন অবস্থার দেখভাল করার পাশাপাশি শেখানো হবে নিয়মানুবর্তিতা ও আচরণবিধি৷ অগ্রাধিকার দেওয়া হবে ছাত্রদের বয়ঃসন্ধিকালীন নানান সমস্যাকে৷ জানা গিয়েছে,  ওই ক্লাবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র প্রতিনিধি থাকবে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =