কীভাবে বলতে পারলেন উনি? সৌগতর মন্তব্যে অতনুর বাবা ‘ভাষাহীন’

কীভাবে বলতে পারলেন উনি? সৌগতর মন্তব্যে অতনুর বাবা ‘ভাষাহীন’

2efb647b299d61a48921a0eebd51dd76

কলকাতা: বাগুইআটির ঘটনায় মৃত দুই কিশোরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তারা নাকি মাদকাসক্ত ছিল, পুলিশ সূত্রে তিনি এই কথা জানতে পেরেছেন বলে দাবি করেন সৌগত। কিন্তু তাঁর এই মন্তব্য রাজ্যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। আগেই মুখ খুলে তৃণমূল সাংসদকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এবার খোদ মৃত এক কিশোর অতনুর বাবা মুখ খুললেন। তিনি কার্যত অবাক যে একজন জনপ্রতিনিধি এই মন্তব্য করতে পারেন।

আরও পড়ুন- গাছ লাগানোর হিড়িক! সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণের বাস্তবতা কতখানি

বাংলার এক প্রথম সারির সংবাদপত্রের খবর অনুযায়ী অতনুর বাবার বক্তব্য, উনি (সৌগত রায়) কার কাছ থেকে এ সব শুনেছেন, নাকি দেখেছেন, তা তাদের বলতে হবে। একজন জনপ্রতিনিধি হয়ে কী ভাবে দুম করে এমন একটা কথা বলতে পারলেন উনি? এমনই প্রশ্ন তাঁর। অতনুর বাবা এও বলেছেন, ফিরহাদ হাকিম, সুদীপ বসু, অদিতি মুন্সী, সৌগত রায় তো তাদের বাড়িতে এসেছিলেন। তখন তো এ সব কথা শোনেননি তারা। তাহলে এখন কী ভিত্তিতে বলা হচ্ছে তা জানাতে হবে। তিনি জানাচ্ছেন, এ নিয়ে বলার কোনও ভাষা নেই তাঁর কাছে। অতনুর বাবার স্পষ্ট দাবি, ছেলের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না।

আসলে প্রথমসারির এক বাংলা সংবাদমাধ্যমকে সৌগত রায় বলেন, ‘‘বেঘোরে মারা গেল দুটি কিশোর। এটা খুবই দুঃখজনক ঘটনা৷ এই ছেলে দুটো সম্পর্কে পুলিশের কাছ থেকে রিপোর্ট পেলাম। ওরা ড্রাগ-টাগ খেত৷’’ তিনি আরও বলেন, ‘‘আমি তো ব্যক্তিগত ভাবে এদের চিনি না। যেটা শুনলাম (পুলিশের কাছ থেকে) সেটাই বলছি।’’ সাংসদের কথায়, সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে৷ সে কারণেই এই ধরনের ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *