কলকাতা: দিল্লিতে নারদা এবং সারদা কাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতার বৈঠকের ঘটনায় তোড়পাড় রাজ্য রাজনীতি৷ সোমবার তুষার মেহতার অপসারণের দাবি তুলে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে চিঠি দিল তৃণমূল৷
আরও পড়ুন- আচমকা রুট বদল! BJP’র পুর অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক একাধিক নেতা
তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধি দল আজ রাইসিনা হিলস-এ গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সঙ্গে দেখা করেন৷ এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেন তাঁরা। পরে সুখেন্দু শেখর সাংবাদিকদের বলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে সলিসিটর জেনারেলের ব্যাখ্যা সন্তোষজনক নয়। তাঁর ভূমিকাও অত্যন্ত নিন্দনীয়৷ এই অবস্থায় তিনি নিজে পদত্যাগ না করলে দলের তরফে রাষ্ট্রপতির কাছে অপসারণ দাবি করা হয়েছে৷ তুষার মেহতা এবং শুভেন্দুর ছবি নিয়েও একাধিক প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সলিসিটর জেনারেলের বাড়িতে শুভেন্দু অধিকারী যাওয়ার সিসিটিভি ফুটেজ কেন এখনও প্রকাশ্যে আনা হল না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ছবিতে কী তবে কোন কারচুপি করা হচ্ছ? রাষ্ট্রপতির কাছে লেখা স্মারকলিপিতে দলের তরফে সেই প্রশ্নও তোলা হয়েছে।
সুখেন্দু শেখর রায় আরও বলেন, ‘‘বিজেপি নেতা সারদা-নারদ সহ একাধিক কাণ্ডের সঙ্গে জড়িত৷ আমাদের কাছে খবর আছে উনি সিলিসিটার দেনারেলের বাড়িতে আধঘণ্টা ছিলেন৷’’ যদিও শুভেন্দুর সঙ্গে বৈঠক নিয়ে চাপের মুখে টুইট করে মেহতা বলেন, তিনি ওইদিন শুভেন্দুর সঙ্গে দেখা করতে পারেননি৷ কারণ তিনি পূর্ব নির্ধারিত বৈঠকে ব্যস্ত ছিলেন৷ আর শুভেন্দু আচমকাই সেখানে গিয়েছিলেন৷ কিন্তু তৃণমূলের প্রশ্ন সলিসিটার দেনারেলের অনুমতি ছাড়া কী ভাবে তাঁর বাসভবনে গেলেন বিজেপি নেতা?
আরও পড়ুন- ‘হাত’ ছেড়ে আজই তৃণমূলে ‘অভিষেক’ প্রণব-পুত্রের
শুভেন্দুর সঙ্গে দেখা করে সলিসিটার জেনারেল আইন ভেঙেছেন বলেই দাবি সুখেন্দু শেখর রায়ের৷ যে মামলায় সিবিআই-এর হয়ে তিনি মামলা করছেন, সেই মামলায় অভিযুক্ত নেতার সঙ্গে কী ভাবে বৈঠক করতে পারেন তিনি? প্রশ্ন তৃণমূলের৷ যদিও এই বৈঠকের কথা অস্বীকার করেছেন শুভেন্দুও৷