‘হাত’ ছেড়ে আজই তৃণমূলে ‘অভিষেক’ প্রণব-পুত্রের

‘হাত’ ছেড়ে আজই তৃণমূলে ‘অভিষেক’ প্রণব-পুত্রের

কলকাতা: বেশ কিছুদিন ধরেই প্রণব পুত্রের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে৷ সোমবারই তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে জোড় গুঞ্জন৷ সূত্রের খবর, আজ বিকেলেই তৃণমূল ভবনে দিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকও ডাকা হয়েছে৷ সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁদের হাত ধরেই তৃণমূলে অভিষেক হবে প্রণব-পুত্রের৷ 

আরও পড়ুন- চূড়ান্ত ফলে অসামঞ্জস্য! পুনর্গণনার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ BJP প্রার্থী কল্যাণ চৌবে

কিছু দিন আগে থেকেই তৃণমূলের সঙ্গে জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের যোগ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল৷ এর পর সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়ে গত ২১ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েও দেখা করেন অভিজিৎ৷ এ বিষয়ে প্রকাশ্যে কিছু না জানালেও, অভিষেকের সঙ্গে তাঁর বৈঠকের কথা জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে৷ তবে এর আগে সাংসদ ও তৃণমূল জেলা সভাপতি আবু তাহের, সাংসদ খলিলুর রহমান, দুই মন্ত্রী আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিন, বিধায়ক ইমানি বিশ্বাসের সঙ্গে চা-চক্রেও দেখা গিয়েছেল প্রণব পুত্রকে৷ তৃণমূলের অন্যান্য নেতানেত্রীর সঙ্গেও দেখা করেন তিনি৷ যা তাঁর দলবদলের জল্পনাকে আরও প্রশস্থ করে৷ যদিও এই সকল সাক্ষাৎকেই ‘সৌজন্যমূলক’ বলেই জাবি করেছিলেন অভিজিৎ৷ 

আরও পড়ুন- নজরে ’২৪! লোকসভায় দলীয় নেতৃত্বে বড় সড় পরিবর্তন আনছেন মমতা

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে খলিলুর রহমানের কাছেই পরাজিত হয়েছিলেন তিনি৷ এর পর থেকে জঙ্গিপুরের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হলেও, জুন মাসে বেশ কিছু দিন অভিজিৎ ছিলেন রঘুনাথগঞ্জের দেউলির বাড়িতে৷ যা তাঁ দল বদলের জল্পনা আরও উস্কে তোলে৷ অভিজিৎ তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে জঙ্গিপুরের টিকিট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷ কারণ যে কটি জায়গায় বিধানসভার উপনির্বাচন হবে তার মধ্য একটি  জঙ্গিপুর৷ ২০১৯ এ পরাজিত হওয়ার পর খলিলুরের সঙ্গে অভিজিতের কোলাকুলি করার ছবি প্রকাশ্যে এসেছিল৷ সেই সময়েও তৈরি হয়েছিল তাঁর দল বদলের জল্পনা৷ যদিও তখন সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন অভিজিৎ৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =